সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আদিবাসীদের দখলিকৃত জমিতে পাট্টা ও ১০০ দিনের কাজ চালুর দাবি সহ বিভিন্ন দেওয়ানী বিধির নামে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের প্রথম জেলা সম্মেলন। আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আজ বাঁকুড়ায় একটি মিছিল করে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচান তলায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। পরে একটি বেসরকারি হলে তারা সম্মেলনের আয়োজন করে। তারা জানান, আদিবাসীদের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। আবাস যোজনায় গরীবের ঘরের টাকা বন্ধ। ভর্তুকীর নামে ছাত্রদের হোস্টেল তুলে দেয়া হচ্ছে। নতুন শিক্ষানীতি এনে ৩০ জন নিচে কম ছাত্রছাত্রী আছে এমন সব প্রাথমিক স্কুল তুলে দিলে তাদের পরিবারের ছেলে মেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হবে। অভিন্ন দেয়াওনি বিধি ইউ সি সি চালু করে আমাদের আচার অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় আমরা দু’বছর ধরে বনের জমিতে পাট্টা-পর্চা, এলাকায় ১০০ দিনের কাজ চালু, স্কুল-কলেজে হোস্টেল চালু, জাল সমস্যা পত্রের প্রদানের বিরুদ্ধে বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরে গণ ডেটুটেশন ঘেরাও চালিয়ে যাচ্ছি। এছাড়াও আরো বেশ কটা দাবি নিয়ে আজ আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ একটি সম্মেলনের আয়োজন করে। তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনে যাবেন বলে জানান তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct