সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: সীমান্তে চাষের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ায়। রবিবার সকালে মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় চাষীরা।
রাস্তার ওপর বেঞ্চ পেতে, বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ করা হয়। ফলে জলঙ্গী- সেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বাস,লরি সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ। প্রায় একঘন্টা ধরে চলে পথ অবরোধ। চকমথুরা,সিংপাড়া সহ সীমান্তবর্তী এলাকার চাষীদের অভিযোগ, বিভিন্ন অছিলায় বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের জমিতে চাষের কাজে যেতে বাঁধা দেয়। এন্ট্রি দিতেও দেরি করে। পাশাপাশি মৎস্যজীবীদের নদীতে নামতে দেওয়া হয় না। যারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের এভাবে হয়রানি করা হয়। তারই প্রতিবাদে আমাদের এই পথ অবরোধ। আমরা এই সমস্যার সমাধান চাই। পরে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন। পরে পুলিশ পৌঁছে বিএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct