হাসান সেখ, বহরমপুর, আপনজন: মুগা রেশমে আর্থিক সহায়তা মিলবে।রেশম উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তাকে এক নম্বরে নিয়ে যেতে হবে। তার জন্য কৃষকের সংখ্যা বাড়াতে হবে। শুধু উৎপাদন বাড়ালে হবে না, সেই সঙ্গে গুণগতমানও ভাল হওয়া চাই। গুণগতমান ভাল না হলে দাম ভাল মিলবে না। শনিবার দুপুরে বহরমপুরে কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে এসে একথা বলেন কেন্দ্রীয় রেশম বোর্ডের সচিব পি শিব কুমার। তিনি বলেন, “মুগা রেশমের চাহিদা ভাল রয়েছে। পশ্চিমবঙ্গে মুগা রেশম চাষ হয়। পশ্চিমবঙ্গে এই রেশম চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।” তিনি বলেন, “এ রাজ্যে ভাল রেশম চাষ হয়। কৃষকদের সহযোগিতা করতে হবে। উপভোক্তারা যাতে পরিষেবা পান সেটা দেখতে হবে। কোনও অজুহাত নয়, কৃষকের উন্নয়নে কাজ করতে হবে।” তাঁর দাবি, “প্রান্তিক রেশম চাষিদের উন্নয়ন দরকার। এ জন্য রেশম চাষির সংখ্যা বাড়াতে হবে। জানি নানা কারণে চাষের জমি কমে যাচ্ছে। তার পরে রেশম চাষের জন্য জমি পাওয়া যাবে না এমনটা নয়। সরকারি জমিতে সমবায় তৈরি করে রেশম চাষ করা যেতে পারে। রাস্তার পাশের জমিতে চাষ করা যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct