নিজস্ব প্রতিবেদক, জঙ্গিপুর: আপনজন: সরকারের নির্ধারিত হাজার প্রতি ২৬৮টাকা বিড়ি শ্রমিকদের মুজুরির দাবিসহ নানাবিধ দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হল সুতিতে। শুক্রবার বিকেল নাগাদ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদের সুতি থানার আলিয়া মোড় থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় নেতাজি মোড়ে।
পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সভা। এই দিন এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা। সভায় কংগ্রেস কর্মীদের পাশাপাশি বিড়ি শ্রমিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মূলত সরকার নির্ধারিত হাজার প্রতি ২৬৮টাকা বিড়ির মুজুরির দাবিসহ একাধিক দাবি নিয়ে এই পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এইসভায় ঝাঁঝালো বক্তব্য রাখেন অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্র ও রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবী জানাই ।
মূলত ৩ তারিখ এই পদযাত্রা শুরু হয় জঙ্গিপুর থেকে শেষ হবে ফরাক্কায়। এই পদযাত্রা ও সভা এরপর সোমবার অনুষ্ঠিত হবে সামশেরগঞ্জে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct