নকীব উদ্দিন গাজী, সাগর: আপনজন: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সোমবার দিন যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসা নিয়ে প্রশাসনিক নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক করা হয়। সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে আসবেন বেলা একটা নাগাদ, গঙ্গাসাগর পাঁচ নম্বর রাস্তার পাশে হেলিপেটে নামবেন মুখ্যমন্ত্রী। সেই হেরি প্যাড ঘুরে দেখছেন প্রশাসনের আধিকারিকরা, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর প্রাঙ্গণে ঘুরে দেখবেন এর পরেই কপিলমনি মন্দিরে পুজো দেবার কথা আছে। পাশাপাশি পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলা মাঠে কি কি ব্যবস্থা রেখেছে তা ঘুরে দেখবেন , পাশাপাশি সুন্দরবন এলাকার বেশ কিছু সেতু উদ্বোধন করবেন গঙ্গাসাগরে জল মিশনের নিয়ে উদ্বোধনের অনুষ্ঠান করার কথা আছে। গঙ্গাসাগরের তিনি রাত্রি যাপন করবেন বলে এমনটাই জানা যায়, এর পরেই দিন মঙ্গলবার সকাল ন’টায় বেরিয়ে যাবেন জয়নগরের উদ্দেশ্যে ,জয়নগরে একাধিক প্রকল্পের উদ্বোধনের করার কথা আছে বলে জানা যায় সোমবার দিন গঙ্গাসাগরে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন আর সেই নিয়ে লট নাম্বার এইট ,কচু বেড়ে সহ গঙ্গাসাগরের মেইন রাস্তায় থাকছে প্রচুর পরিমাণে পুলিশ। গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে থাকছেন পুলিশ কর্মী ও পুলিশ আধিকারিকরা সুন্দরবন পুলিশ জেলার তত্ত্ব বদনায় সম্পূর্ণ নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে গঙ্গাসাগর মেলা প্রস্তুতি পর্ব সুষ্ঠুভাবে ঘুরে দেখতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা নিয়ে ইতিমধ্যে একাধিক বৈঠক করেন প্রশাসনের আধিকারিকরা। গঙ্গাসাগর মেলা ঘিরে কঠোর নিরাপত্তায় বলয়ে মুড়ে ফেলা হয়েছে, কেবল মুখ্যমন্ত্রী আসার অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct