আপনজন ডেস্ক: সিপিআই (এম) রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম রবিবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, তারা জীবন জীবিকার বিষয়গুলিকে ‘অবহেলা’ করছে এবং সাম্প্রদায়িক রাজনীতি এবং দুর্নীতির মাধ্যমে জনগণকে ‘বিভ্রান্ত’ করছে।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআই (এম) এর ডিওয়াইএফআই)আয়োজিত এক বিশাল সমাবেশে সেলিম জোর দিয়ে বলেন, রাজ্যের বামেরা বিরোধী দল টিএমসি এবং জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ‘যারা একসময় পাকিস্তানের নামে জাতীয়তাবাদী মনোভাব উস্কে দেওয়ার চেষ্টা করেছিল এবং পুলওয়ামা হামলা (২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে) তারা এখন ধর্ম, বর্ণ ও বর্ণের ভিত্তিতে জনগণের মধ্যে বিভাজনের বীজ বপন করছে। কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের জীবিকার বিনিময়ে বড় কর্পোরেশনগুলিকে অগ্রাধিকার দিয়েছে।
সিপিআই (এম) পলিটব্যুরো সদস্য সেলিম তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে তাদের নেতাদের রক্ষা করার জন্য বিজেপির সঙ্গে তাদের নীরব সমঝোতা রয়েছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল কখনই বিজেপিকে মোকাবেলা করতে পারবে না। সিবিআই এবং ইডি তদন্ত থেকে তাদের নেতাদের রক্ষা করার জন্য বিজেপির সাথে গোপন সমঝোতা রয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজ্যে সাম্প্রদায়িক অনুভূতি উস্কে দিতে গেরুয়া শিবিরের সঙ্গে জোট বাঁধছে তৃণমূল। আর এমজিএনআরইজিএ বকেয়া আটকে রাখা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ছদ্মদ্বন্দ্ব চলছে।
সেলিম বলেন, বামেরাই পারে ভুল স্বীকার করতে। মমতা ভুল স্বীকার করেন না। বিধানসভায় এখন বামেরা শূন্য। ৩৪ বছরে ক্ষমতায় ছিল। মনে করা হয় বামেদের ভুলের জন্যই মানুষ তাদের ছুড়ে ফেলে দিয়েছেন। তবে, এদিন ভিড় ঠাসা ব্রিগেডে ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি ছিলেন অন্যতম আকর্ষণ। মঞ্চে দাঁড়িয়ে মীনাক্ষী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে শোনান। রবীন্দ্রনাথের গানকে উদ্ধৃত করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়েছেন, ‘যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত।’ ওই বার্তায় বলা হয়, ‘এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবে।’ মীনাক্ষী বলেন, ৫০ দিনের ইনসাফ যাত্রা ২৯১০ কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা। বিভিন্ন দাবিতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বামপন্থীরা বার বার পথে নেমেছে। ইনসাফের লড়াইয়ের এজেন্ডা হবে না জাত, ধর্ম। লড়াইয়ের শর্ত হবে কাজ, রুটি, রুজি। চাকরি নিয়ে আন্দোলন প্রসঙ্গে মীনাক্ষী বলেন, সরকারের অপদার্থতার জন্য টিভির সামনে চুল নামিয়ে দিচ্ছে একজন চাকরি প্রার্থী। এর দায়িত্ব আমাদের নিতে হবে। তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও কড়া আক্রমণ করে তিনি বলেন, দেশ বেচার কাজ যখন হয় তখন আমাদের কাজ দেশ বাঁচানোর। বিজেপি সব বেচে দিচ্ছে। এরা রেল, জঙ্গল, নদী নালা সব বিক্রি করছে। সেই সঙ্গে মানুষের কাছে আহ্বান জানান, মাথা উঁচু করে লড়াই করার জন্য আসুন একসাথে লড়াই করি।
এদিন মঞ্চে না বসে দর্শকাসনের প্রথম সারিতে সেলিম থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুর মতো প্রবীণ বাম নেতাদের দর্শকাসনে বসতে দেখা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct