নিজস্ব প্রতিবেদক, সরবেড়িয়া: আপনজন: ইডির দফতরে শেখ শাহজাহানের আইনজীবী রবিবার গিয়েছিলেন সকাল দশটা নাগাদ। সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে আইনের দ্বারস্থ হবেন শেখ শাহজাহান বলে রবিবার জানান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তিনি আরও বলেন, কিছু আইনি জটিলতা আছে বলে তিনি সামনে আসছেন না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ নন শেখ শাহজাহান, এমনটাই দাবি সন্দেশখালির বিধায়কের। তার পাল্টা অভিযোগ, শুক্রবার সাত সকালে বিনা নোটিশে শেখ শাহজাহানের বাড়িতে এসে তালা ভাঙতে গিয়েছিল ইডি ।ভেবেছিল গুন্ডারা এসেছে। তাই মানুষ জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে। ইডি নোটিশ দিলে তদন্ত সাহায্য করবে শেখ শাহজাহান বলে জানান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। এদিকে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে শুক্রবারের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ছিল তা নিয়ে বিস্তারিত জানান বিএসএফের দক্ষিণবঙ্গের প্রধান। রবিবার সকালে রাজ ভবনে গিয়ে রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবশ্য, রাজ্যপাল শাহজাহানকে নজিরবিহীনভাবে ‘জঙ্গি’ তকমা দিয়েছেন। যদিও তার কারণ ব্যাখ্যা করেননি। সন্দেশখালির ঘটনা নিয়ে সোমবার আদালত খুললে রিপোর্ট পেশ করতে চলেছে ইডি এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রমণের ঘটনায় ইডি এবং পুলিশ পরস্পর অভিযোগ দায়ের করেছে। ফলে একটি ব্যাপার নিশ্চিত যে সন্দেশখালির ঘটনা হাইকোর্টের দোরগোড়ায় যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct