নকিব উদ্দিন গাজি, পৈলান: আপনজন: গত বছর নভেম্বরের ১০ তারিখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভার এলাকায় একটি বিজয়া সম্মেলনে অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল আগামী নতুন বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের তিনি বার্ধক্য ভাতা দেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষ করতে শুরু করলেন রবিবার।
রবিবার বিকেল তিনটের সময় পৈলানের যুব সংঘের মাঠে উপস্থিত হন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহনের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অনুষ্ঠান ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ও পঞ্চায়েতে স্কিনের মাধ্যমে স্থানীয় বিধায়ক ও স্থানীয় কাউন্সিলরদের উপস্থিতিতে সাধারণ মানুষকে সরাসরি এই অনুষ্ঠানের সম্প্রসারণ দেখানো হয়।
সেই সভায় তিনি সাম্প্রতিক দলীয় দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলানের সভায় জোর দিয়ে বলেন, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ এবং দলের অভ্যন্তরীণ কোন্দলের খবরের মধ্যে পুরানো এবং নতুন প্রজন্মের মধ্যে কোনও পার্থক্য নেই। তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক দলের মধ্যে নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং এই ধরনের প্রতিবেদনগুলিকে “ভুল এবং ভিত্তিহীন” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে দলের পুরনো ও নতুন সদস্যদের মধ্যে মতবিরোধের খবর পাওয়া গেছে। তবে আমি জোর দিয়ে বলতে চাই যে আমাদের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ স্পষ্ট করে বলেন, তৃণমূলে পুরানো এবং নতুন প্রজন্মের মধ্যে কোনও পার্থক্য নেই। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সম্মিলিত অঙ্গীকারের উপর জোর দেন। দলের কার্যকলাপ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনার কথা অস্বীকার করে অভিষেক বলেন, আমি দলে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। হ্যাঁ, লোকসভা নির্বাচন আসন্ন, আমার নির্বাচনী এলাকায় প্রচার করার দায়িত্ব আমার রয়েছে, তবে এর অর্থ এই নয় যে আমি কোনও দায়িত্ব পেলে দলের জন্য অবদান রাখব না। তিনি বলেন, ‘আমার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে কোনও দায়িত্ব দেন, আমি সে লক্ষ্যে কাজ করব।
তবে, এদিনের সভাটি ছিল মূলত অভিষেকের উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করা। অভিষেক বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই দু দফায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় শুরু হয় নতুন করে আবেদন গ্রহণ করার কাজ। প্রথম পর্যায়ে নতুন রেজিস্ট্রেশন করার কাজ শুরু হয় ৬ই ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফার আবেদন নেওয়ার কাজ শুরু হয় ১১ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়ে। এরপর চূড়ান্ত পর্যায়ে নামের তালিকা সিদ্ধান্ত করা হয়। রবিবার ৭ জানুয়ারি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত পৈলানের যুব সংঘের মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৬১২০ জন প্রবীণ নাগরিকদের হাতে বার্ধক্য ভাতার যৎসামান্য অর্থ তুলে দিলেন ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের নামকরণ দেয়া হয়“প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন”। এই সভা থেকে ১০০ জন প্রবীণ নাগরিকদের হাতে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে কার্যত কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে নতুন বছরের শুরুতেই নিজের লোকসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আজকের সভা অন্যান্য রাজনৈতিক সভা থেকে অনেকটাই আলাদা। আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি লোকসভা নির্বাচনের আগে এই মাঠ থেকেই আমি সভা শুরু করি। তাই এই মাঠ আমাদের কাছে অত্যন্ত শুভ। আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতন ভাষণ দিই না কাজ করে দেখাই এবং কাজের হিসাব দিয়ে দেখাই। ১০ তারিখের মধ্যেই ১৬৩৮০ স্বেচ্ছাসেবক ৭৬ হাজার ১২০ জন এর ব্যাংকের একাউন্টে এক হাজার টাকা করে ব্যাংক ট্রান্সফার করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct