সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: শনিবার উলুবেড়িয়া-১নং ব্লক অফিসের মিটিং হলে কবিতার দেশ-এর উদ্যোগে ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত গ্রন্থ প্রকাশ,কবি সম্মাননা ও কবিতা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হল।অনুষ্ঠানে দুটি গ্রন্থ প্রকাশিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত একঝাঁক নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকের উপস্থিতিতে দুটি গ্রন্থ প্রকাশিত হয়।একটি কবি সেখ নুরুল হুদা রচিত “ইসলামি অনুষঙ্গ ভাবনা অনু-ভাবনা” নামক গ্রন্থটি যেটির মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক।অন্যটি কবি সেখ নুরুল হুদা সম্পাদিত “এই সময়ের শ্রেষ্ঠ কবিতা। এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক হাশিম আব্দুল হালিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.সুরঞ্জন মিদ্দে। এছাড়াও ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এমদাদ হোসেন, শাজাহান আলি খাঁন, মমতাজ বেগম মণিরুল ইসলাম, আজিজুল ইসলাম মোল্লা, সেখ মফিজুল প্রমুখ। উপস্থিত সকলের সামনে কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট কবি আয়েশা সিদ্দিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct