সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার রবীন্দ্র সদন সংলগ্ন স্থানে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন শনিবার বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। উদ্বোধনের পর সাংসদ শতাব্দী রায় বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রটি আপামর মানুষের কাজে লাগবে, মানুষ সহজেই স্বাস্থ্য পরিষেবা পাবেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে,উপ -পৌর প্রধান মির্জা শওকত আলি, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ বিভিন্ন কাউন্সিলরগণ এবং দুবরাজপুরের মানুষজন। দুবরাজপুর পৌর প্রধান পীযুষ পান্ডে বলেন, দুবরাজপুর শহর অনেকটা গ্রামীন শহর তাই আমরা চেষ্টা করেছি মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিক মত দেওয়ার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct