নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: কালিয়াচক কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল হেলথ আওয়ারনেস প্রোগ্রাম এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মালদা মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর সুশান্ত ব্যানার্জি , কাউন্সিলর মালবিকা ঘোষ এবং অন্যান্য মেডিকেল স্টাফ। স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা প্রোগ্রামে সভাপতিত্ব করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান, বক্তব্য রাখেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সুব্রত কুমার দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডঃ সমৃতা পান্ডা ও রাজনীতিবিভাগের অধ্যাপক গজন বাড়ুই সহযোগিতা করেন ইতিহাস বিভাগের ডক্টর ঋতব্রত গোস্বামী এবং আরবি বিভাগের মুন্সিফ্ আলি রিজভী। সভাপতির ভাষণে অধ্যক্ষ নাজিবর রহমান উল্লেখ করেন মেডিকেল ডিপার্টমেন্ট কে বা ডক্টরদের বলা হয় নেক্সট টু গড, সব মানুষকে তথা পশুপাখি সকলকে অসুখ-বিসুখ হলে মেডিকেল ডিপার্টমেন্টের শরণাপন্ন হতে হয় । সচেতনতা যদি সমাজে প্রসারিত হয় তাহলে যেমন নিজেদেরকে বাঁচানো যাবে তেমন অন্যদেরও বাঁচতে সাহায্য করা যাবে। রক্তদান মহৎ দান রক্তদান করলে দাতার কোন ক্ষতি হয় না বরং লাভ হয় অপরপক্ষে রক্তগ্রহীতার জীবন রক্ষা হয়। মালদা মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট ডক্টর সুশান্ত ব্যানার্জি চিকিৎসা বিজ্ঞানের কথা তুলে ধরে রক্তদাতাদেরকে জীবন দাতা হিসেবে উল্লেখ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct