মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দক্ষিণ দামোদরের সব চেয়ে গুরুত্বপূর্ণ এলাকা সেহারাবাজার। রায়না, খন্ডঘোষ, মাধবডিহি এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ ভরসা করে সেহারাবাজারকে ।প্রতি বছর সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয় জমকালো মেলা । এবারও সেহারবাজার উৎসব কৃষি ও বইমেলার উদ্বোধন হল মহা ধুমধামে । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রাক্তন পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা । উদ্বোধনী অনুষ্ঠানের আগে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আদিবাসী নৃত্য,রনপা নৃত্য, মহিলা ও পুরুষদের ব্যান্ড, রাই বেষে নৃত্য। স্থানীয় রাধারানী বালিকা বিদ্যালয় এবং সেহারাবাজার সি কে ইনস্টিটিউশন এর ছাত্র-ছাত্রীরা এতে পা মেলান । মেলা কমিটির সভাপতি সুকুমার সেন বলেন ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন সন্ধ্যায় থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct