দেবাশীষ পাল, মালদা, আপনজন: ছাত্রছত্রীদের স্কুল মুখী করতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার, শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার যখন তোলপাড় ছাত্র ও ছাত্রীদের জন্য মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা করেন। অন্যদিকে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা সময়মতো পৌঁছে গেল দেখা মেল না শিক্ষকের। এমনই অবস্থার কথা জানা গেল মালদার বামনগোলা ব্লকের, চাঁদপুর অঞ্চলের নয়াপাড়ায় এলাকায়। শিক্ষককে ক্যামেরা ধরা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে পার হওয়ার চেষ্টা করেন।প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে জুনিয়র হাই স্কুলের একই দশা হয়ে রয়েছে।এক স্কুল ছাত্র জানিয়েছে শিক্ষক মশাই তাকে চাবি দিয়ে গেছে টাইম মতো স্কুল টা খুলে দেওয়ার জন্য এছাড়াও তাকে বলা হয়েছে সাড়ে বারোটা বা একটা বেজে যায় কোন শিক্ষক না আসলে তারা যেন বাড়ি চলে যায়। এছাড়াও এলাকাবাসীরা জানিয়েছেন সময় মতো স্কুল খোলা হয় না এবং অনেক দিনই স্কুল বন্ধ থাকে প্রশাসনের কোন নজরদার নেই।এই বিষয়ে বামনগোলা বিডিও রাজু কুন্ডু বলেন এমন কোন ঘটনা ঘটে থাকলে খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে।বামনগোলা পূর্ব চক্রের অপর বিদ্যালয়ে পরিদর্শক উপাসনা ব্যানার্জি বলেন,কোন শিক্ষক টাইম মতো না পৌঁছে থাকলে তা খতিয়ে দেখা হবে।কি কারনে পৌঁছায়নি তাও ক্ষতি দেখা হবে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct