অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ডাবরা গ্রামের শিশু ও কিশোরী মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হলো চাইল্ড রাইটস ও আর্থ রাইটস বিষয়ক সচেতনতা শিবির। ‘নাইন ইজ মাইন, প্রত্যেক’ সংস্থার উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটি ব্যবস্থাপনায় এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে শিশু সুরক্ষা বিষয়ক নানান দিক নিয়ে আলোচনা করেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস । এই সচেতনতা শিবিরে ডাবরা, শ্রীরামপুর ও ঈশ্বর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তর্ভুক্ত শিশু ও কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সচেতনতা শিবিরে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়বার লক্ষ্যে উপস্থিত কিশোরীরা বাল্যবিবাহ রুখতে র্যালি বের করেন । পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে সঠিকভাবে রূপায়ণের জন্য ‘স্যাগ কেপি’ প্রকল্প বর্তমানে হিলি ব্লকে সক্রিয়ভাবে কাজ করছে। বাল্য বিবাহ, শিশুদের উপর যৌন নির্যাতন, শিশু পাচার সহ শিশুদের নানা অধিকার নিয়ে এই সচেতনতামূলক শিবিরে আলোচনা হয়। মানব পাচার, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকা, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। শিবিরে উপস্থিত ছিলেন হিলি আইসিডিএসে অন্তর্ভুক্ত ‘স্যাগ কেপি’ প্রকল্পের কর্মী ছন্দা মণ্ডল, সম্পা সরকার, অঙ্গনওয়াড়ি কর্মী বিজলী মহন্ত, অঞ্জু দাস, ডলি চক্রবর্তী, নিয়তিবালা রায় ও ছবি রানী মহন্ত প্রমুখ। দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস বলেন, ‘শিশু সুরক্ষা নিশ্চিত করতে এমন সচেতনতা শিবির আরো বেশি বেশি করে করা প্রয়োজন।’ তিনি আরো জানান, ‘জেলার বিভিন্ন এলাকায় শিশু সুরক্ষা মজবুত করতে ও বাল্য বিবাহ মুক্ত জেলা গড়তে আরো বেশি করে কিশোরীদের নিয়ে এমন সচেতনতা শিবির করা হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct