আপনজন ডেস্ক: ব্রাজিল ফুটবল দল নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না! এক দিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছিল এনদালদো রদ্রিগেজকে। ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশে সরে যেতে হয়েছিল তাঁকে। তবে রদ্রিগেজের সভাপতি পদে ফেরার পরপরই ছাঁটাই হলেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। সিবিএফ সূত্রের বরাত দিয়ে দিনিজের ছাঁটাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এদিকে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার পথে এগিয়ে আছেন। এরই মধ্যে রদ্রিগেজ নাকি সাও পাউলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন। এর আগে গত জুলাইয়ে দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিল। সে সময় ধারণা করা হয়, ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ করে কার্লো আনচেলত্তি কোচ হিসেবে আসার আগপর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু রদ্রিগেজকে আদালত সরিয়ে দেওয়ার পর শুরু হয় নাটকের আরেক পর্ব। ২৯ ডিসেম্বর রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে সমস্ত জল্পনার ইতি টেনে দেন আনচেলত্তি। এরপর অবশ্য সর্বোচ্চ আদালত রদ্রিগেজের স্বপদে ফেরার ঘোষণা দেওয়ার পর ছাঁটাই হলেন দিনিজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct