আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১ হাজার ১০০ কবরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি ১৫০টি দেহ চুরি করেছে তারা। গাজার তুফাহ কবরস্থনে এই ঘটনা ঘটে।শনিবার (৬ জানুয়ারি) গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, কবরস্থানে ইসরায়েল বাহিনীর হামলা এবারই প্রথম নয়। গত মাসেও একই কাজ করে ৮০টি দেহ নিয়ে যায় তারা।গাজার খান ইউনুসে গতকাল রাতভর হামলা চালিয়ে ২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের আবাসিক এলাকায় এই হামলা চালায় তারা। জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, গাজা ফিলিস্তিনিদের জন্য মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct