আপনজন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পাঁচ অর্থদাতা সম্পর্কে তথ্যের জন্য বড় পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।এজন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, পাঁচজন হামাসের অর্থদাতা বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আর্থিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্যের জন্য আমেরিকা ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলার পর হামাসের উপর চার দফা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপর গোষ্ঠীটির অর্থদাতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। ওই পাঁচজন হলেন- আবদেল বাসিত হামজা এল হাসান খায়ের, আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আব্দ আল-দাইম নাসরাল্লাহ। এর আগেও তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামজা নামে পরিচিত প্রথম অর্থদাতা সুদানের ব্যবসায়ী। তিনি হামাসের বিনিয়োগ পোর্টফোলিওতে অসংখ্য কোম্পানি পরিচালনা করেছেন এবং হামাসকে প্রায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তরের সাথে জড়িত ছিলেন বলে দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এ ছাড়াও তিনি সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর বশিরের সঙ্গে সম্পর্ক রয়েছে। পাশাপাশি সুদানের স্থিতিশীলতা নষ্ট করে এমন ইসলামপন্থী গোষ্ঠীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct