আপনজন ডেস্ক: ৩০ বছর! দীর্ঘ ৩০ বছর ধরে লড়াইয়ের পর অবশেষে কর ফাঁকি মামলায় কিংবদন্তি ফুটবলার ডিয়েগো মারাদোনাকে অব্যাহতি দিল ইতালির সর্বোচ্চ আদালত। ইতালির রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে এই লড়াইয়ে জেতার খবরটি যখন এল, তার তিন বছর আগেই অন্যলোকে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। অনেকের কাছে সর্বকালের সেরা ফুটবলার মারাদোনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি লিখটেনস্টাইনের প্রক্সি কোম্পানি ব্যবহার করে ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত তখনকার ক্লাব নাপোলি থেকে পাওয়া ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত এ অভিযোগ প্রমাণিত হয়নি।মারাদোনার অন্য রকম এ জয় নিয়ে তাঁর আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটা শেষ হলো। আমি স্পষ্টভাবে নির্ভয়ে বলতে পারি যে মারাদোনা কখনোই কর ফাঁকি দেননি।’ মারাদোনার বিরুদ্ধে কর ফাঁকি অভিযোগে তদন্ত শুরু হয় ১৯৯০ সালে। যে ধারাবাহিকতায় ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগও পরবর্তীকালে সামনে আনা হয়। এরপর বিভিন্ন সময় ইতালি সফরকালে তাঁর বেশ কিছু সম্পদও বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে লম্বা সময় ধরে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন মারাদোনা। তবে এ মামলার নিষ্পত্তির আগেই ২০২০ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct