আপনজন ডেস্ক: শাস্ত্রীয় যুগের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের একটি স্থান ১৬ বছর ধরে সংস্কারের পর আবার চালু হয়েছে। এ প্রাসাদটিতে আলেকজান্ডার দ্য গ্রেটকে রাজার মুকুট দেওয়া হয়েছিল। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বিবিসি অনুসারে, গ্রিসের উত্তরের বন্দর শহর থেসালোনিকির কাছে আইগাই প্রাসাদটি দুই হাজার ৩০০ বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল।এটি পরে রোমানরা ধ্বংস করেছিল। পরে ১৯ শতকের শুরুতে খননের মাধ্যমে এটি আবিষ্কার করা হয়। এর সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ২০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস শুক্রবার প্রাসাদটি পুনরায় খোলার জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।সেখানে তিনি এটিকে ‘বৈশ্বিক গুরুত্বের স্মৃতিস্তম্ভ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এ ধরনের স্মৃতিস্তম্ভগুলোর তাৎপর্য সমগ্র বিশ্বের ঐতিহ্য হয়ে উঠেছে।’গ্রিক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই এটি (প্রাসাদ) সবার দৃষ্টিগোচর করতে হবে, এটিকে প্রচার করতে হবে এবং প্রকাশিত প্রতিটি নতুন দিকের প্রসার করতে হবে।’সংস্কার করা অংশগুলোর মধ্যে প্রাসাদের কয়েকটি বিশাল উপনিবেশ রয়েছে।রবিবার প্রাসাদটি জনসাধারণের জন্য আবার খোলা হবে। বিবিসি বলেছে, প্রাসাদটি তৈরি করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের বাবা ফিলিপ দ্বিতীয়, যিনি মেসিডোনিয়ার শক্তিশালী রাজ্যের ওপর শাসন করতেন। আইগাই প্রাসাদের কাছে এখন ভার্জিনা শহরের অবস্থান, সেটি ছিল ওই সময়কার রাজধানী। আলেকজান্ডার তাঁর বাবার হত্যার পর ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে সেখানে মেসেডোনিয়ানদের রাজার মুকুট লাভ করেন। পরে তিনি এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিস্তৃত একটি সাম্রাজ্য তৈরি করতে যান। প্রাসাদটি ধ্রুপদি গ্রিসের বৃহত্তম ভবন ছিল। এটি বড় ব্যাংকোয়েট হলো, উপাসনার স্থান ও উঠান নিয়ে ১৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আইগাই প্রাসাদ এবং এর কাছাকাছি ফিলিপ ও অন্যান্য মেসিডোনিয়ান রাজাদের সমাধি রয়েছে, যা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেসকোতে তালিকাভুক্ত ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct