সুব্রত রায়, কলকাতা, আপনজন: আজ রবিবার ডি ওয়াই এফ আই এর ডাকে যে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে থাকছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা পড়ে শোনানো হবে ব্রিগেডে আসা মানুষজনকে। শনিবার রাতে বালিগঞ্জে পাম এভিনিউর বাড়িতে ব্রিগেড সমাবেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বুদ্ধবাবুর সাথে দেখা করতে যান সিপিএমের যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন বুদ্ধবাবু তার হাত ধরে বলেছেন রবিবার ভালো ব্রিগেড হবে। বড় ব্রিগেড হবে। শনিবার বুদ্ধ বাবুর বাড়িতে যান ডি আই এফ আই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত। কিন্তু শারীরিক কারণে বুদ্ধদেব ভট্টাচার্য রবিবার ব্রিগেডের মঞ্চে হাজির হতে পারবেন না। কিন্তু তার পাঠানো বার্তা ডিওয়াইএফআই নেতারা তুলে ধরবেন ব্রিগেডে আসা বাম মনোভাবাপন্ন মানুষজনের কাছে। বুদ্ধবাবুর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর তার স্ত্রী মীরা ভট্টাচার্য রবিবারের ব্রিগেডের সাফল্য কামনা করেন। ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ১৯৬৭ সালে ডি ওয়াই এফ আই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাই রবিবারের ব্রিগেডে সেই সংগঠনের ডাকে যে সমাবেশ হতে চলেছে তাতে তার বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যার যে প্রাপ্ত মুখ্যমন্ত্রী ২০১৯ সালের ৩’রা ফেব্রুয়ারি শেষবার ব্রিগেডে হাজির হয়েছিলেন। কিন্তু ব্রিগেডের মাঠে প্রচুর ধুলো থাকায় সেবার গাড়ি থেকে নামতে পারেননি বর্ষীয়ান এই সিপিএম নেতা। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থেকে তিনি ফিরে গিয়েছিলেন বাড়িতে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা প্রচার করেছিল বামেরা। এবার তার বক্তব্য লিখিত আকারে পেশ করবে ব্রিগেডের সমাবেশে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct