আপনজন ডেস্ক: ২০২৩ সালের ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল বাম যুব সংগঠনের ইনসাফ যাত্রা। আর ২২ ডিসেম্বর সেই ইনসাফ যাত্রা শেষ হওয়ার পর আজ রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে ডিওয়াইএফআই। তারই প্রস্তুতি এখন জোরকদমে চলছে। ইতিমধ্যে শনিবার সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে দূরবর্তী জেলাগুলি থেকে ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের শিবির করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ব্রিগেডের মূল মঞ্চের পিছনেও তাবু তৈরি করা হয়েছে কর্মী সমর্থকদের জন্য। স্বেচ্ছাসেবকরা খাবার পৌঁছে দিচ্ছেন ওয়াই চ্যানেলের শিবিরে।শিবিরের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন সিপিআই(এম)’র রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ। তিনি জানান, ‘ইতিমধ্যেই ২০ হাজার প্যাকেট চলে এসেছে। আরও মানুষ আসছেন। রাত্রি যত বাড়বে, তত মানুষের ভিড় বাড়বে। ওয়াই চ্যানেল এবং ব্রিগেডের মাঠের পাশাপাশি মহাজাতি সদনের পাশে একটি ধর্মশালাতেও ব্রিগেডে আসা কর্মী সমর্থকদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার সাতটি জায়গা থেকে ময়দানে মিছিল আসবে। শুধুমাত্র মুর্শিদাবাদ থেকেই ৫০ হাজার মানুষ আসবেন। বাম যুব নেতাদের দাবি, বিভিন্ন রাজ্যে থাকা এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ব্রিগেডে আসবেন। এই ব্রিগেডের জন্য ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাতে কত টাকা উঠেছে তার হিসেব মানুষের সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছে ডিওয়াইএফআই। ব্রিগেডে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct