আপনজন ডেস্ক: নতুন ফিচার আনল অ্যাপেল। আপনার যদি আইফোন চুরি হয়ে যায়, সেটাকে ট্র্যাক করতে এবং তথ্যের সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসল তারা। এই ফিচারে আইডি পরিবর্তনের জন্য ব্যবহারকারীর ফেসআইডি ও আঙুলের ছাপ বাধ্যতামূলক। তাই ফোনের পাসকোড অন্য কেউ জানলেও অ্যাপল আইডি সুরক্ষিত থাকবে। সেসঙ্গে ডিভাইসের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে রাখা যাবে। স্টোলেন ডিভাইস প্রোটেকশন নামে এই ফিচার চালু থাকলে পাসকোড পরিবর্তন বা ফাইন্ড মাই আইফোন বন্ধ করা যাবে না। তাই চুরি যাওয়া ডিভাইসটির লোকেশন সহজেই শনাক্ত করতে পারবে গ্রাহক। আইওএস ১৭.৩ সংস্করণেই ফিচারটি যুক্ত করা হবে বলে এক ঘোষণায় জানিয়েছে অ্যাপেল। জনসমাগমস্থলে আইফোন চুরি বেড়ে গিয়েছে। নজরদারির মাধ্যমে পাসকোড জেনে নিয়ে চুরির পর ফোনের লক খুলে অ্যাপল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলা হয়। এর ফলে আইফোনের মালিক নিজের আইডিতে প্রবেশ করতে পারেন না। এক আইফোন চোর এই পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩ লাখ ডলার চুরি করেন। পরিচয় গোপন করে তাঁর সাক্ষাৎকার প্রকাশ করা হয়।সেটা প্রকাশের পর ডিভাইসের নিরাপত্তার বিষয়ে আরও জোর দেয় অ্যাপলএবং নতুন ফিচারটি আনার পদক্ষেপ নেয়। বর্তমানে ফিচারটি আইওএস ১৭.৩ বেটা ভার্সনে পাওয়া যাচ্ছে। যেভাবে আইফোনে ফিচারটি যেভাবে চালু করবেন। প্রথমে ফিচারটি ব্যবহারের জন্য আইফোনে আইওএস ১৭.৩ বেটা সংস্করণটি ইনস্টল থাকতে হবে। আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন। নিচের দিকে স্ক্রল করুন এবং ফেস আইডি ও পাসকোড (বা টাচ আইডি ও পাসকোড) অপশনে ট্যাপ করুন। স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচারটি ট্যাপ করে অন বা চালু করুন। ফিচারটি চালু হওয়ার পর অনেক সময় ফেসআইডি বা টাচ আইডি ঠিকমতো কাজ না করলেও ফোনের টেক্সট, কল ও অন্যান্য ফিচার ব্যবহার করতে পারবে গ্রাহকেরা। তবে অ্যাপল আইডি পাসওয়ার্ড, পাসকোড, ফেসআইডি বা টাচ আইডির মতো সংবেদনশীল সেটিংস পরিবর্তন করতে পারবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct