নাজিম আক্তার, মালদা: আপনজন: মাঠজুড়ে সাজানো রয়েছে বিভিন্ন শিক্ষা উপকরণ। কোনওটার মাধ্যমে দেওয়া হয়েছে রংয়ের ধারণা, কোনওটার মাধ্যমে পশুপাখি চেনানো, আবার কোনওটার মাধ্যমে সবুজ প্রকৃতিকে দেখানো হয়েছে। কেউ আবার মাঠে নিয়ে হাজির হয়েছে চন্দ্রযান-৩। তবে এই শিক্ষা উপকরণগুলি শিক্ষকরা নন,বানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের খুদে ছাত্রছাত্রীরা। ফেলে দেওয়া জিনিস থেকে কম খরচে এই শিক্ষা উপকরণ বানিয়ে রীতিমতো প্রদর্শনী পর্যন্ত করল তারা। আর এই প্রদর্শনী দেখে তাক লেগেছে শিক্ষা দপ্তরের এবং প্রশাসনের আধিকারিকদের। শুক্রবার এমনই চিত্র ধরা পড়ল বৈশনব নগর থানার জে. বি.এস হাই মাদ্রাসার প্রাঙ্গণে। কালিয়াচক-৩ নং ব্লকের গোপালগঞ্জ চক্রের উদ্যোগে ৫৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১২ টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে টিএলএম প্রদশর্নী ও পঠন উৎসবের আয়োজন করা হয়। গোলাপগঞ্জ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনির্বান সাহা জানান,প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এই রিডিং ফেস্টিভ্যালের সূচনা করেছে রাজ্য শিক্ষা দপ্তর। আর এই উৎসবের অঙ্গ হিসাবে এদিন গোপালগঞ্জ চক্রের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct