সজিবুল ইসলাম, ডোমকল: কেন্দ্র সরকারের গাড়ি চালকদের নয় আইন পাস হওয়ার পর থেকে শুরু হয়েছে গাড়ি চালকদের আন্দোলন কোথাও রাস্তা অবরোধ করে আবার কখনও গাড়ি না চালিয়ে। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবদ জেলায় শুক্রবার ভোররাত্রি থেকে পুরোপুরি গাড়ি বন্ধ করে রাখে গাড়ির চালকেরা, যার জেরে যেসমস্ত মানুষ কলকাতায় ডাক্তার দেখাতে বা অন্য কাজে বেরিয়েছিল তাদের প্রায় ঘুরে যেতে হয় বাড়িতে। আবার যারা কলকাতা থেকে ট্রেনে করে বহরমপুরে ফিরছেন তাদের আবার বাড়ি ফেরার জন্য গাড়ি নেই বললেই চলে । যদিও কিছু ট্রেকার চলছে। তাও আবার তাদের ভাড়া বেশি দিতে হচ্ছে। যেমন ডোমকলের ভাড়া চল্লিশ টাকা তার বদলে নিচ্ছে ৬০ টাকা নিচ্ছে। তার পরেও শীতের সময় জায়গা না পেয়ে গাড়ির ছাদে বসেও আস্তে হচ্ছে বাড়ি।
বেশি সমস্যায় পড়ছে সীমান্ত এলাকার মানুষ টেগারের ব্যবস্থা পর্যন্ত নেই সেই সব এলাকায় ,তারা ডোমকাল বাস স্ট্যান্ডে গিয়ে আবার বাড়ি থেকে মোটর সাইকেল বা টোটো ডেকে নিয়ে আসতে হচ্ছে, কলকাতা থেকে ইসলাম পুরের এক যাত্রী বলেন গাড়ি না চলায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে তার উপর বেশি ভাড়া নিচ্ছে।
তবে শনিবার থেকে কি স্বাভাবিক হবে যানচলাচল সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct