এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: মায়েদেরকে সম্মান জানাতে এবং নারী সুরক্ষার লক্ষ্যে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো মাতৃ উৎসব ও পুষ্প প্রদর্শনী । ইংরেজি নববর্ষের শুরুতেই তিনদিন ধরে ওই অনুষ্ঠান হয় । বনগাঁর সফল সন্তানের মায়েদের পৌরসভার পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়, পাশাপাশি নারী সুরক্ষার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘সন্তানের সাফল্যে মায়ের ভূমিকা সব থেকে বেশি, সন্তান সফল হলে মা সবথেকে বেশি খুশি হন । তবে সন্তানের সেই সাফল্যের পিছনে মায়ের ভূমিকা অগোচরেই থেকে যায় । দেশে বর্তমান পরিস্থিতিতে মেয়েদের সম্মান কমছে, আর বনগাঁ পৌরসভার মাতৃ উৎসবের মধ্যে দিয়ে মায়েদের সম্মান প্রদানের বার্তা দেওয়া হচ্ছে । আমরা বনগাঁর ১০০০ মাকে সম্মান প্রদান করতে পেরে গর্বিত ।’ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পাশাপাশি পুষ্প প্রদর্শনীর মাধ্যমে বনগাঁ টাউন হল গীতাঞ্জলি মুক্তমঞ্চ প্রাঙ্গণ বিশেষভাবে সেজে ওঠে । বনগাঁ পৌরসভার উদ্যোগে বেশ কয়েক বছর পুষ্প প্রদর্শনী বন্ধ থাকলেও এ বছর পুনরায় পুষ্প প্রদর্শনীতে রংবেরঙের বিভিন্ন প্রজাতির নানা ফুলের সমাহার লক্ষ্য করা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct