আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন বীরভূমের কাঁকড়তলায়। এদিন খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার হজরতপুর ২নম্বর প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন হল।উপস্থিত শিক্ষকেরা ও বিশিষ্টজনেরা বলেন।ছাত্রছাত্রীরা আজকের দিনে সরকারি বিদ্যালয়মূখী না হয়ে বেসরকারি বিদ্যালয়মুখী। ছাত্রছাত্রীরা ছবির মাধ্যমে ,খেলার ছলে পড়াশোনার করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোযোগ বাড়বে তেমনি ছবি দেখে পড়াশোনা করলে বুঝতে তেমন অসুবিধা হবে না।ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে। ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন করতে ও স্কুলমুখী করতে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন খয়রাশোল দক্ষিন অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম,এস বি ইকবাল আলম শিক্ষাবন্ধু বিশ্বজিৎ দে,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন পান,শিক্ষক কাজল ধাওড়ে, দেবাশীষ সেন,প্রাক্তন প্রধান শিক্ষক স্বাধীন কুমার দত্ত,শ্যামাপদ দাস,বিমলাংশু শেখর চক্রবর্তী, হারাধন ঘোষ,হজরতপুর পঞ্চায়েত প্রধান অর্পিতা ঘোষ সহ শিক্ষকেরা বিশিষ্টজনেরা ও ছাত্রছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct