আপনজন ডেস্ক: স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ৯ হাজার ৬৫২ বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মায়ানমারের জান্তা সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২১ সালে অভ্যুত্থানের সময় আটক হওয়া এসব বন্দিদের বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মুক্তি দেয় দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন সরকার। সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এক বিবৃতিতে জানায়, দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বিভিন্ন কারাগারের ৯ হাজার ৬৫২ বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সাধারণ ক্ষমা পাওয়াদের মধ্যে ১১৪ জন বিদেশি বন্দিও রয়েছে।বন্দিদের ক্ষমা ঘোষণার ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া সরকার। মায়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে আজ জড়ো হয়েছিলেন মুক্তিপ্রাপ্তদের আত্মীয়স্বজনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct