নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সমাজসেবার স্বীকৃতি হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ড-২০২৩ এ জায়গা করে নিল মানবতা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা । বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সেবা কর্মসূচির জন্য সর্বভারতীয় ওই সংস্থা ইন্ডিয়া বুক অফ রেকর্ড পুরস্কারে তাকে সম্মানিত করে । জানা গিয়েছে জুলফিকার আলী পিয়াদা দক্ষিণ ২৪ পরগনার কু্ল্পী ব্লকের ঢোলা গ্রামপঞ্চায়েতের লক্ষীনারায়নপুর গ্রামের বাসিন্দা। তিনি আল আমীন মিশন এর প্রাক্তনী ও কর্মসূত্রে আল-আমীন মিশন এ কর্মরত । জুলফিকার আলী পিয়াদা ‘মানবতা’ স্বেচ্ছাসেবী সংস্থার পথচলা শুরু হয় ২০২২ এর ১ লা সেপ্টেম্বর । শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক ক্ষেত্রে কাজ করে চলেছে সংস্থাটি । শিক্ষা ক্ষেত্রে মানবতা যেমন দুস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষা সরঞ্জাম, স্কলারশিপের ব্যবস্থা করে, তেমনি এতিম ও প্রান্তিক পরিবারের সন্তানদের শিক্ষা সরঞ্জামের ব্যবস্থা করে। পেশাভিত্তিক প্রবেশিকা পরীক্ষা যেমন প্রাইমারি টেট এর জন্য ফ্রি কোচিং এর বন্দোবস্ত করে । স্বাস্থ্য ক্ষেত্রে মানবতা ‘মানবতা ব্লাড ফাইটার’ নামে তাদের রক্ত সম্বন্ধীয় শাখার মাধ্যমে বাংলার বিভিন্ন জায়গায় রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করে এবং আপৎকালীন ডোনারের বন্দোবস্ত করে। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ ক্যাম্প এর ব্যবস্থা করে যেখানে ডাক্তাররা বিনামূল্যে রোগী দেখেন। স্বাস্থ্য ক্ষেত্রে মুমূর্ষ রোগীর জন্য তহবিল সংগ্রহ করে রোগীর পাশে দাঁড়ায় । অন্যান্য সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে, শীতকালে, বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন ঈদ, দুর্গাপূজা, বড়দিন বিশেষ সময় অসহায়দের মুখে হাসি ফোটাতে বিশেষ কর্মসূচি গ্রহণ করে । মানবতা স্বেচ্ছাসেবী সংস্থা রাজ্যজুড়ে কাজ করে চলেছে পাশাপাশি রাজ্যের বাইরেও ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct