নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার: গঙ্গাসাগর মেলার আগে উদ্বোধন হলো ডায়মন্ড হারবার কচুবেড়িয়া বিলাসবহুল ক্রুজ পরিষেবা। যার ফলে গঙ্গাসাগর যাওয়া অনেকটা সহজ হবে পুণ্যার্থীদের। অনেক আগেই শুরু হয়েছিল বিলাসবহুল ক্রুজ পরিষেবার ট্রায়াল রান। বুধবার থেকে ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে সপ্তাহে ৭ দিন এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিটে ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলা কটা দিন ১৩ জানুয়ারি থেকে ১৬ ই জানুয়ারি সকাল ৮:৩০ মিনিট থেকে ৪ ঘন্টা অন্তর দিনে ৩ বার পরিষেবা পাওয়া যাবে বলে জানান ক্রুজ কর্তৃপক্ষ অবশ্য অন্যান্য সময়ের থেকে ভাড়া একটু বেশি থাকবে গঙ্গাসাগর মেলাতে। ওয়ান ওয়ে টিকিট পরিষেবা ১৬০০ টাকা এবং টু ওয়ে টিকিট একসাথে কাটলে ৩হাজার টাকা এমনটা জানানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।
গঙ্গাসাগর মেলার ৪ টি দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণির জন্য ৬৩০ ও ইকোনমি শ্রেণির জন্য ৫৩০ টাকা।
ক্রুজ পরিষেবার টিকিট অনলাইন সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে এমনকি অফলাইনেও পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct