আরবাজ মোল্লা, নদিয়া: নদিয়ায় তাঁত শিল্প ও মৃৎশিল্পীদের পাশে দাঁড়াতে এবার তৎপর হল রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তর। শান্তিপুরের মৃৎশিল্প, এই শিল্পের দুরবস্থার কথা মৃৎশিল্পীরা তাদের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেছিলেন। এবার এই মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তর। বুধবার কুম্ভকার অর্থাৎ শান্তিপুরের মৃৎ শিল্পীদের নিয়ে এক আলোচনা ও প্রশিক্ষণ সভার আয়োজন করা হয় একটি বেসরকারি লজে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পর চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খাঁ। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রানাঘাট এসডিও রৌনক আগরওয়াল সহ বিধায়ক এক ঝাঁক প্রশাসনের শীর্ষ কর্তারা। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান,রাজ্য সরকার মৃৎশিল্পীদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদিকে যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অন্যদিকে আর্থিক সহযোগিতাও করা হবে। তবে এই মৃৎশিল্প আগামী দিনে বিশ্ববাংলা দরবারে পৌঁছে যাবে এটা আমার বিশ্বাস। অন্যদিকে এসডিও রৌনক আগরওয়াল বলেন, যেসব মৃৎশিল্পীরা বিভিন্ন রকমের পুতুল তৈরি করছেন তারা যাতে আরো নতুনত্ব কিছু তৈরি করতে পারেন তার জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা। আগামী দিনে রাজ্য সরকার এদের তৈরি পুতুল কিনে দেশ-বিদেশে রপ্তানি করবে। তাতে করে অনেকটাই এগিয়ে যাবে এই শিল্প।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct