সেখ মহম্মদ ইমরান, কেশপুর: কেশপুর ব্লক হবে জেলার সেরার সেরা ব্লক, বললেন কেশপুরের বিডিও কৌশিশ রায়। বুধবার বিকাল চারটা নাগাদ বিডিও জানান, গত দুমাসে কেশপুর ব্লকে ২ কোটি টাকার রাস্তা ও নিকাশী হয়েছে, আগামী দুমাসে আরো তিন কোটি রাস্তা ও নিকাশী হবে । তিনি এদিন পরিসংখ্যান দিয়ে জানান, গত দুমাসে ৩৭টি রাস্তা, ২১টি ড্রেন ও ২২টি সাবমার্সিবল হয়েছে যার খরচ প্রায় ২কোটি টাকা। আগামী ২মাসে আরো ৩কোটি টাকার রাস্তা, ড্রেন ও অন্যান্য উন্নয়নমূলক কাজকর্ম হবে। তিনি আরো জানিয়েছেন, মোহবনি ডেভলপমেন্ট অথোরিটির মাধ্যমে ৪কোটি টাকার রাস্তার প্রস্তাব দেওয়া হয়েছে জেলা স্তরে। তাছাড়াও কেশপুর ব্লক জুড়ে বিভিন্ন বিদ্যালয়ের সংস্কারের জন্য বরাদ্দ হচ্ছে দেড় কোটি টাকা, বিভিন্ন কবরস্থানে প্রাচীর সহ বিভিন্ন কাজে বরাদ্দ হচ্ছে আরো এক কোটি টাকা। সব মিলিয়ে কেশপুর ব্লক কে অন্যান্য ব্লকের তুলনায় উন্নয়নে এগিয়ে দেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct