রঙ্গিলা খাতুন, বহরমপুর: তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। প্রতিবাদে পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাহাজাদপুর অঞ্চলে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখত মোতায়ন করা বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে বহরমপুর থানার অন্তর্গত সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের অ্যানুয়াল অ্যাকশান প্লান অনুমোদনের জন্য মঙ্গলবার সাধারন সভা ডাকা হয়েছিল । সেই সভায় কংগ্রেসের সমস্ত স্কিমকে কেটে দেওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত হন রিয়াজুল সেখ নামে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য । এ বিষয়ে কংগ্রেসের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যরা জোর করে কংগ্রেসের স্কিম একতরফা ভাবে বাতিল করে দিচ্ছিল। তার প্রতিবাদ জানিয়েছিল কংগ্রসের পঞ্চায়েত সদস্য রিয়াজুল সেখ, প্রতিবাদ জানাতে গিয়ে রিয়াজুলের উপর চড়াও হয়ে আক্রমণ করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজেশ সেখ এবং তৃণমূলের বহিরাগত পরিতোষ মন্ডল । রিয়াজুলকে কিল ঘুষি মারায় গুরুতর জঘম হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ইঞ্জামুল হক। তিনি বলেন, কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা আগে আক্রমণ করেছিল। যদিও প্রধান কংগ্রেসসহ বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজ না দেওয়া, স্কিম বাদ দেওয়ার কথা এড়িয়ে গেছেন। তৃণমূলের মস্তানির বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে সাহাজাদ পুর পঞ্চায়েতের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ কংগ্রেসের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct