সুব্রত রায়, কলকাতা: সব জল্পনার অবসান ঘটল। এসএসকেএম হাসপাতাল থেকে ১৩৪ দিন পর বুধবার রাতেই সুজয় কৃষ্ণ ভদ্র কে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গেল ইডি। সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারে জোকার ই এস আই এর বিশেষ টিম। বিশেষ অ্যাম্বুলেন্সে করে বুধবার রাত সাড়ে নটা নাগাদ কড়া কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের পাহারার মধ্যে অ্যাম্বুলেন্সের চাকা এসএসকেএম হাসপাতাল থেকে চাকা গড়ায় জোকার দিকে। বুধবার আদালতে শুনানির পরেই ইডির তৎপরতা বাড়ে এসএসকেএম হাসপাতালে । বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালেনিয়ে আসা হয় বিশেষ ৫জি অ্যাম্বুলেন্স। যা আগেও নিয়ে আসা হয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য । তাই মনে করা হচ্ছে ফের তাকে জোকার ইএস আই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে ইডি । তার পাশাপাশি সিআরপিএফের একজন উচ্চপদস্থ আধিকারিক কার্ডিয়লজি বিভাগে প্রবেশ করেছেন।
মোট ৫০ জন জওয়ান অতি দ্রুত এসএসকেএম হাসপাতালে গিয়ে পৌঁছয়। নিয়োগ দুর্নীতি মামলার ইডিট ২ তদন্তকারী আধিকারিক মিথিলেশ মিশ্র ও মুকেশ কুমার এস এস কে এম হাসপাতালের হৃদরোগ বিভাগে দ্রুততার সঙ্গে প্রবেশ করেন। সূত্রের খবর অনুযায়ী নিয়োগ মামলায় তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর গলার কন্ঠস্বরের নমুনা পরীক্ষা জরুরী বলে মনে করছে ইডি। কিন্তু মাঝে কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জেল থেকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। বহু বার এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct