আপনজন ডেস্ক: ভারতে স্বপ্নের মতো বিশ্বকাপ কাটিয়েছেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে আলো ছড়িয়ে নিজেকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। বিশ্বকাপে দারুণ সময় কেটেছে শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কারও। বল হাতে নিজেকে চিনিয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরার্ড কোয়েৎজে।
এই তিনজনই জায়গা করে নিয়েছেন আইসিসিরি ২০২৩ সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। তাঁদের সঙ্গে লড়াইয়ে আছেন ভারতে তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল।
রাচিন রবীন্দ্র
২০২৩ সালের মার্চে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় রাচিনের। এরপর ২৫ ম্যাচ খেলে রান করেছেন ৮২০।
বল হাতে উইকেট শিকার ১৮টি। তিনটি করে ফিফটি ও সেঞ্চুরি আছে তাঁর নামের পাশে। তিনটি সেঞ্চুরিই এসেছে বিশ্বকাপে। গেল বছর টি-টোয়েন্টি ম্যাচ ১২টি খেলে রান করেছেন স্রেফ ৯১।
উইকেট শিকার ৫টি।
জেরার্ড কোয়েৎজে
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নিজেকে আলাদা করে চিনিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরার্ড কোয়েৎজে। তিন ফরম্যাটেই প্রোটিয়া দলে এ বছর অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী এই পেসারের। এর পর থেকেই দলে অন্যতম একজন হয়ে উঠেছেন। ভারত বিশ্বকাপে ৮ ম্যাচে তাঁর শিকার ছিল ২০ উইকেট।
টেস্টে তিন ম্যাচে তাঁর উইকেট ১০টি। ওয়ানডেতে ১৪ ম্যাচে পেয়েছেন ৩১ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ৬ উইকেট।
দিলশান মাদুশাঙ্কা
বিশ্বকাপের আগে দুশমন্থ চামিরা চোটে ছিটকে না গেলে হয়তো দিলশান মাদুশাঙ্কাকে বিশ্বকাপে নাও দেখা যেতে পারত। সুযোগ পেয়েই তা কিভাবে কাজে লাগাতে হয় সেটাই দেখিয়েছেন ২৩ বছরের এই পেসার। বিশ্বকাপে তাঁর শিকার ২১ উইকেট। যশস্বী জয়সওয়াল
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে গেল বছর অভিষেক হয়েছে ২২ বছর বয়সী যশস্বী জয়সওয়ালের। অভিষেক টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১৭১ রানের অনবদ্য ইনিংস। টেস্টে ছয় ইনিংস ব্যাট করে রান করেছেন ২৮৮। আর ২০ ওভারের খেলায় ১৪ ম্যাচে এক সেঞ্চুরিতে তাঁর রান ৪৩০।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct