আসিফা লস্কর, মগরাহাট: প্রকল্পের আর্থিক সহায়তায় ১০ শয্যার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী ফলক পড়ে রয়েছে মাঠে, ভাঙ্গা জানালা, ভেতরে নেই কোন সরঞ্জাম, দেওয়াল জুড়ে আগাছা, স্বাস্থ্যকেন্দ্র পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। স্বাস্থ্যকেন্দ্রের সরকারী কোয়ার্টার গুলি পরিণত হয়েছে গোয়ালঘর ও মুরগির খামারে। এমনই বেহাল অবস্থা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। চিকিৎসা পরিষেবা না পেয়ে দুর্ভোগে দিন কাটছে এলাকার বাসিন্দাদের।
জানা যায়, প্রায় পাঁচ বিঘা জমির উপর অবস্থিত মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এলাকার মানুষদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০১১ সালে ১০ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়। এলাকার বাসিন্দারা জানান, নামেই উদ্বোধন হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রটি কিন্তু কখনো পরিষেবা চালু হয়নি। মোহনপুর এলাকাসহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কোন হাসপাতাল নেই। ইমারজেন্সি রোগীদের নিয়ে যেতে হয় ২০ কিলোমিটার দূরের হাসপাতালে। এ নিয়ে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ১০শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু করার জন্য প্রশাসনের কাছে একাধিকবার দরবার করা হলেও দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের জন্য তৈরি হওয়া কোয়ার্টারগুলি গোয়াল ঘরে পরিণত হয়েছে একশ্রেণীর মানুষ দখল করেছে এই কোয়াটার গুলি বসবাস করার পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি পালন করছে সরকারি কোয়ার্টারে।
বর্তমানে শুধুমাত্র আউটডোর পরিষেবা পাওয়া যায় মোহনপুর সুস্বাস্থ্য কেন্দ্র থেকে। তাও সপ্তাহে মাত্র দুদিন চিকিৎসক আসেন বাকি দিনগুলো ফার্মাসিস্ট দিয়ে চলে চিকিৎসা পরিষেবা। তাতেও অনিয়মিত পরিষেবা দেয়া হয় বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মোহনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট বলেন, মগরাহাট দু নম্বর ব্লকে চিকিৎসকের অভাব রয়েছে তাই সপ্তাহে দুদিন চিকিৎসক আসেন। অন্যদিকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত সুকুল বলেন, মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে তবে মগরাহাট দু’নম্বর ব্লকে চিকিৎসকের ঘাটতি থাকায় সপ্তাহে দুদিন আউটডোর পরিষেবাতে চিকিৎসক যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct