আলম সেখ, কলকাতা: সোমবার ১ জানুয়ারি সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় দলের রাজ্য অফিসে। এদিন রাজ্য কার্যকরী কমিটির সভায় পশ্চিমবঙ্গ রাজ্যে দশটি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত জাতীয় সভাপতি এম কে ফায়জী এ সিদ্ধান্তে শিলমোহর দেন। এছাড়াও সভায় ইনডিয়া জোটের নড়বড়ে অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করে ইন্ডিয়া জোটে এখনও যাদের নেওয়া হয়নি তাদের নিয়ে জোটকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। বাবরী মসজিদের স্থানে রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিজেপি বিরোধী দলগুলির উপস্থিত হওয়ার আগ্ৰহ কে দুর্ভাগ্যজনক বলে সভায় সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দলগুলির বিজেপি বিরোধীতা বিশ্বাসযোগ্যতা হারাবে বলে মন্তব্য করা হয়। এদিনের এই সভায় দাবি জানানো হয় ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত দেশে বসবাসরত সকলকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আগামী ২২ - ২৫ জানুয়ারি কলকাতায় হতে চলা ফ্যাসীবাদ বিরোধী মহাসম্মেলনকে ইতিবাচক পদক্ষেপ বলে স্বাগত জানান হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম এবং উপস্থিত ছিলেন রাজ্য কমিটির ১৯ জন সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct