আমীরুল ইসলাম, বোলপুর: কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া টাকার মধ্যে প্রায় ঊনত্রিশ লক্ষ টাকা কার্যত হাওয়া। আর এই বিপুল অংকের টাকা গায়েব হয়ে যাওয়ার কারণে স্তব্ধ হয়ে গেছে এলাকার উন্নয়ন! উল্লেখ্য লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েতের একাউন্ট আছে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকের লাভপুর শাখায়, আর সেখান থেকেই গত মে মাসের শেষ দিক থেকে জুন মাসের প্রথম দিক পর্যন্ত দিন-বারো সময়কালের মধ্যে ২৮ লক্ষ ৬০ হাজার ১৩৯ টাকা ট্রান্সফার হয়েছে একাধিক একাউন্টে, তাৎপর্যপূর্ণভাবে ওই অ্যাকাউন্টগুলো যার নামে তিনি আবার লাভপুরের ঐ ব্যাংকের শাখার অন্তর্গত একটি সিএসপি চালাতেন, এবং তার বাড়ি ইন্দাশ পঞ্চায়েত ভবন সংলগ্ন গ্রামেই।
আর এখানেই উঠছে প্রশ্ন কিভাবে এতগুলো টাকা অন্য একজনের একাউন্টে যাওয়া সম্ভব। এদিকে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্তও।তবে এবিষয়ে কি বলছেন গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌরাঙ্গ দাস।
এদিকে, মুখ খুলতে নারাজ অভিযুক্ত ওই যুবক তার দাবি বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন রয়েছে তাই কোন কথা বলবে না সে। আমরা বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনিও
কার্যত একই কথা বলেন,তবে জানা গেছে বিষয়টি সামনে আসতেই আপাতত বাতিল করা হয়েছে অভিযুক্ত যুবকের সিএসপি টি। যদিও এর প্রায় সম্পূর্ণ দায় ব্যাঙ্কের উপর চাপিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক জানান, উন্নয়নের কাজ শুরু করতে দ্রুত টাকা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct