এম ওয়াহেদুর রহমান: ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ২০২৩ সাল। তাই সমগ্ৰ বিশ্বের মানব মন্ডলী সাদর অভ্যর্থনায় বরণ করে নিয়েছে ২০২৪ সালকে। মানবেতিহাসের ক্রমবিবর্তনে এগিয়ে চলেছে মানবসভ্যতা, ক্রমশঃ এগিয়ে চলেছে মানবোন্নয়নের রথ চাকা , হর্ষ বিষাদে অতিবাহিত হচ্ছে মনুষ্য জীবন - জীবিকা।আর এই সকল তথ্যের সংকুলান দেয় ইতিহাস। ইতিহাস যেমন কখনো হয় হাজারো সুখস্মৃতির রোমন্থন তেমনি আবার হয়ে উঠে বিভীষিকাময়। ২০২৪ সালের শুরুতেই দাঁড়িয়ে ২০২৩ সালকে শেষ বারের মতো আর একটিবার দেখার ইচ্ছে হয়। কেননা এই বছর টি তে অর্থাৎ ২০২৩ সাল টি তে জাতীয় - আন্তর্জাতিক ক্ষেত্রে বহু ঘটনার সাক্ষী থেকেছি আমরা। আন্তর্জাতিক ক্ষেত্রে ২০২৩ সালের সর্বাপেক্ষা লোমহর্ষক ঘটনা প্রবাহ হচ্ছে ইসরাইলে হামাসের হামলা এবং এরপর গাজায় ইসরাইলের পাল্টা আক্রমনের ঘটনা। রকেটের পর রকেট হামলা ছাড়াও হামাস যোদ্ধারা শক্তিশালী সীমানা প্রাচীর ভেঙ্গে ইসরাইলের ভেতরে ঢুকে পড়ে। ইসরাইলের এক হাজার দুইশ জন নিহত হয় এবং দুইশো চল্লিশ জন কে বন্দী করা হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষায় এই আক্রমণ আসলে ‘ ভয়ঙ্কর প্রতিশোধ ‘। ইসরাইল পাল্টা আক্রমণ করে গাজায়। এই হামলার ফলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা একুশ হাজার ছাড়িয়ে গেছে।গাজায় উনিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফেব্রুয়ারি মাসে রাশিয়া - ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হয়। ধুঁকতে থাকা এই ইউক্রেন যুদ্ধ বড় ধাক্কা খায় হামাস - ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে। বড় ধাক্কা খেলে ও তা বড় প্রভাব সৃষ্টি করেছে বিশ্বের অর্থনীতিতে। এই যুদ্ধ কতদিন চলবে বা কিভাবে শেষ হবে তা এখনো অনিশ্চিত। ২০২৩ সালে বিশ্বে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। তবে তুরস্ক - সিরিয়া ও মরক্কোর ভূমিকম্প বিশ্ববাসীর টনক নাড়িয়ে দিয়েছে। ৬ ফেব্রুয়ারি সিরিয়া - তুরস্ক সীমান্তের নিকট প্রায় এক হাজার কিলোমিটার ধরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার দরুন তুরস্ক - সিরিয়া মিলে মৃত্যু হয় ৫০ হাজারের ও বেশি মানুষের, গৃহহীন হয় লাখো মানুষ। আবার মরক্কোতে ৬.৮মাত্রার ভূমিকম্প আঘাত হানে ৮ সেপ্টেম্বর রাতে। মৃত্যু হয় ৩ হাজার মানুষের। ১৭ অক্টোবর আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করে, যাতে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
তুরস্কে প্রলয়ংকরী ভূমিকা সত্ত্বেও এরদোগান মে মাসের নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার জন্য ১৮ জুন উত্তর আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে পাড়ি দিয়ে নিখোঁজ হন পাঁচ জন আরোহী। ওশেনগেট কোম্পানির টাইটান নামক ছোট্ট ডুবোযানটি সাগরে ডুব দেবার ৯০ মিনিট পর ১২ হাজার ৫০০ ফুট নিচে পানির প্রচন্ড চাপে ধ্বংস হয়ে যায়। ঐ পাঁচ জনের দেহাবশেষের ও সন্ধান পাওয়া যায় নি। এই বছরের জুলাই মাসের বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তীব্র গরমে হাঁস ফাঁস অবস্থায় পার হয়েছে সাধারণ মানুষ। বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ হিসেবে ২০২৩ সালে চীন কেও ছাড়িয়ে গেছে ভারত। মধ্য প্রাচ্যের দুই বৈরী দেশ ইরান আর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের এপ্রিল মাসে বৈঠকের ঘটনা ছিল এই বছরের আলোচিত উল্লেখযোগ্য বিষয়। আবার মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আরব লীগে পুনরায় যোগদান ও ছিল আলোচিত বিষয়।
এই বছরেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গ্ৰেপ্তার হন এবং তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ ক্ষমতায় আরোহণ করেন। দীর্ঘ নির্বাসন কাটানোর পর নওয়াজ শরিফ দেশে ফিরে আসেন। ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন তার পুত্র চার্লস। এই চার্লসের অভিষেকের অনুষ্ঠান হয় ৬ মে। চার্লসের অভিষেকের কিছুক্ষণ পরই তার স্ত্রী ক্যামিলার অভিষেক হয় রাণী হিসেবে।
২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে ১৮ জুন গুলি করে হত্যা করা হয় কানাডার শিখ নেতা হরদিপ সিং নিজ্জারকে - এই ঘটনা কে কেন্দ্র করে ভারত - কানাডা দ্বন্দ্বের সৃষ্টি হয়। ২০১৯ সালে করা মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কে দু বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাটের একটি আদালত। পর দিনই তাঁর সাংসদ পদ খারিজের বিজ্ঞপ্তি জারি করা হয় লোকসভা থেকে । পরে অবশ্য তিনি সাংসদ পদ ফিরিয়ে পেয়েছেন। এই বছরের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রোলিয়ার কাছে । তবে কাপ না জিতলেও টুর্নামেন্টৈর সর্বোচ্চ দুই রান স্কোয়ার হন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। উত্তরকাশীর সুরঙ্গে ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিক কে উদ্ধার করা হয় ‘ অপারেশন জেন্দেগির ‘ মাধ্যমে। এ বছর চন্দ্রাভিযানে সাফল্যের শিরোপা উঠে এসেছে ভারতের মাথায়। প্রয়াত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা। ২ জুন ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালে পশ্চিমবঙ্গে ফর্ম ফিলাপ করে ও মাধ্যমিক পরীক্ষায় বসে নি ২ লক্ষ পড়ুয়া। সাগর দিঘী তে বড় ব্যাবধানে জয়ী হয় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, পরে অবশ্য তিনি তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এই বছরেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয় পঞ্চায়েত নির্বাচন। মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের দরুন কয়েক শো মানুষ প্রান হারিয়েছেন। বিবস্ত্র করে দুই কুকি মহিলা কে নির্যাতনের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই দেশে বিষয় টি নিয়ে হইচই হয়। মেরুকরণের রাজনীতি কে ধাক্কা দিয়ে কর্নাটকে নিরঙ্কুশ ভাবে সরকার গঠন করেছে কংগ্রেস। তবে বছরের শেষে পাঁচ টি রাজ্যের নির্বাচনের ৩ টি রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। ২৮ টি বিরোধী দলের যৌথ মঞ্চ হিসেবে গড়ে উঠেছে ‘ ইন্ডিয়া ‘ জোট। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে পদক জয়ী কুস্তিগীররা। সুতরাং ২০২৩ সাল টি বিশ্ব মানবতার ইতিহাসে সম্পূর্ণরূপে হাস্যোজ্জ্বল নজির গড়তে না পারলেও ২০২৪ সাল টি হয়তো বিশ্ব মানবতার মাঝে ফিরিয়ে নিয়ে আসবে সোনালি দিন, ফিরে আসবে মানুষের হাস্যোজ্জ্বল জীবনের জয়গান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct