আপনজন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এখন টেবিলের শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকায় তিনে ম্যানচেস্টার সিটি। শিরোপা রেসে ভালোভাবেই আছে দুইয়ে থাকা অ্যাস্টন ভিলা, চার ও পাঁচে থাকা আর্সেনাল ও টটেনহামও। কিন্তু এশিয়া ও আফ্রিকায় হতে যাওয়া দুইটি মহাদেশীয় টুর্নামেন্টের কারণে বেশ বিপাকেই পড়তে হচ্ছে অধিকাংশ ইংলিশ ক্লাবগুলোকে।
প্রায় মাস খানেক পাচ্ছে না বেশ কয়েকজন বড় তারকাকে। এদিক থেকে খানিকটা সুবিধাই পাচ্ছে ম্যানচেস্টার সিটি। এই দুইটি টুর্নামেন্টে তাদের কোনো খেলোয়াড়ই অংশ নিচ্ছে না। এতে অন্য দলের খেলোয়াড় হারানোর সুযোগ দারুণভাবে কাজে লাগাতে পারবে পেপ গার্দিওলার দল।
আগামী ১২ জানুয়ারি কাতারে শুরু হবে এশিয়ান কাপ এবং একদিন পর আইভরি কোস্টে শুরু আফ্রিকা কাপ অব নেশনস। এই দুইটি টুর্নামেন্টে অংশ নেওয়া দেশগুলোর ফুটবলারদের ছেড়ে দিতে হচ্ছে ক্লাবগুলো। ইতিমধ্যে ক্লাবগুলোকে চিঠিও দিয়েছে ফিফা। খেলোয়াড়দের চাহিদার ব্যাপারটি মাথায় রেখে ক্লাবও খেলোয়াড় ছাড়তে বাঁধা হয়ে দাঁড়ায়নি।
এতে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের খেলোয়াড়দের হারিয়ে শক্তি হারাচ্ছে ক্লাবগুলো।
এই যেমন, মিশরের হয়ে কাপ অব নেশনস খেলবেন মোহামেদ সালাহকে। মিশর যদি ফাইনালে খেলে তাহলে প্রায় দেড় মাস তাকে পাবে না লিভারপুল। গতপরশু নিউক্যাসলকে ৪-২ গোলে হারায় লিভারপুল। সেই ম্যাচে জোড়া গোল করেন সালাহ।
এই ম্যাচের পরেই ক্লাব ছেড়ে জাতীয় দলে যোগ দিয়েছেন মিশরীয় এই তারকা। লিগে এখন পর্যন্ত ১৪ গোল করা এই তারকাকে নিশ্চিতভাবেই মিস করবে লিভারপুল। এছাড়া জাপানিজ মিডফিল্ডার ওয়াতারু এন্দোকেও পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। জাপানের হয়ে খেলবেন এশিয়ান কাপে। এই মিডফিল্ডারকে না পাওয়ায় হতাশায় ব্যক্ত করলেন ক্লপ,’এটা কিছুটা লজ্জার যে, সে (এন্দো) ছন্দ ফিরে পেয়েছে এবং এমন সময় তাকে এশিয়ান কাপ খেলতে যেতে হচ্ছে।’
টেবিলের দুইয়ে থাকা অ্যাস্টন ভিলা পাচ্ছে না বুরকিনা ফাসোর ফরোয়ার্ড বের্তান্দ ত্রাওরেকে। আর চারে থাকা আর্সেনাল পাচ্ছে না তিন ফুটবলারকে। মিশরের মোহামেদ এলনেনি, ঘানার টমাস পার্টে এবং জাপানের তাকেহিরো তোমিয়াসুকে। বড় ধাক্কা খাচ্ছে টটেনহামও। দলের অধিনায়ক ও সেরা তারকা সন হিউং মিনকে পাচ্ছে না তারা। এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া যদি ফাইনালে খেলে তাহলে প্রায় দেড় মাসের জন্য তাঁকে পাবে না। চলতি লিগে ইতিমধ্যে ১২ গোল করেছেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড। এছাড়া মালির মিডফিল্ডার ভেস বিসোমা এবং সেনেগালের মিডফিল্ডার পেপে মাতারকেও পাবে না স্পার্সরা। ছয়ে থাকা ওয়েস্ট হামকে পাচ্ছে না ঘানার মিডফিল্ডার মোহামেদ কুদুসকে।
খেলোয়াড় হারাতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকেও। দলের নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানা খেলবেন ক্যামেরুনের জার্সিতে। এছাড়া মরোক্কোর সোফিয়ান আমরাবাত এবং আইভরি কোস্টের আমাদ দিয়ালোকেও পাচ্ছে না রেড ডেভিলরা। আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির স্কোয়াডে নেই এশিয়া ও আফ্রিকার কোনো দেশের ফুটবলার। এতে পূর্ণ শক্তির দলই পাচ্ছে সিটিজেনরা। এদিক থেকে অন্য ক্লাবের চেয়ে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকছে তারা। এই সময়ে প্রিমিয়ার লিগে পাঁচ রাউন্ড এবং এফএ কাপ মিলিয়ে ছয়টি ম্যাচে এশিয়া ও আফ্রিকার খেলোয়াড়দের পাচ্ছে না বাকি ক্লাবগুলো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct