সজিবুল ইসলাম, ডোমকল: বাংলায় বিকল্প রাজনীতি!সাতসকালে এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমকল মহাকুমা জুড়ে। মঙ্গলবার সকালে ডোমকলের ইসলামপুর, জলঙ্গি ,গোয়াসের , রানিনগরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে এই পোস্টার দেখতে পায় পথচলতি মানুষেরা। তাতেই শোরগোল পড়ে যায় পথ চলতি মানুষের মধ্যে। অনেকের মধ্যেই কৌতুহল জাগে কেন এই পোস্টার। কারাই বা এই পোস্টার লাগিয়েছে? তাহলে কি ভোটের আগে রাজনীতির নতুন সমীকরণ খুঁজছে ডোমকল। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পথ চলতি মানুষ থেকে রাজনৈতিক নেতাদের মধ্যেও। তেরাঙা ব্যাকগ্রাউন্ডের একটি পোস্টার। আর তারপর ওপর নীল আর সবুজ রঙে ছাপা রয়েছে ‘বাংলায় বিকল্প রাজনীতি’। আর তাছাড়া পুরো পোস্টার জুড়ে নেই একটিও নাম। এইভাভেই ভাবেই ডোমকল মহকুমার ইসলামপুর, গোয়াস বিডিও অফিস মোড় , রানিনগর, জলঙ্গি জোটতলায় পড়েছে এই পোস্টার। কারা লাগিয়েছে , কোথায় থেকেই বা মুদ্রিত হয়েছে পোস্টার তার টু শব্দটিও লেখা নেই পোস্টার জুড়ে।
তাতেই শোরগোল শুরু হয়েছে জেলা জুড়ে। অনেকেই আবার এর সঙ্গে কৌস্তব বাগচীর একটি পোস্টের মিল পাচ্ছেন । তাৎপর্যপূর্ণভাবে দুদিন আগে কৌস্তব বাগচী তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল। সেখানে লেখা ছিল বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি । এবং মূল পোষ্টে লেখা ছিল বাংলায় বিকল্প রাজনীতি। আর সেই কারণে অনেকেই এর সঙ্গে মিল পাচ্ছেন কৌস্তুভ বাগচীর। যদিও সরাসরি ভাবে এর দায়ভার নিতে চাননি কংগ্রেস নেতা কৌস্তভ। তাহলে কারা লাগিয়েছে এই পোস্টার সেই নিয়ে শুরু হয়েছে মানুষের মধ্যে ধন্দ। তৃণমূল , কংগ্রেস, বিজেপি কোন পক্ষই এই পোস্টারে দায়ভার নিতে চাইনি।
বিজেপির এক নেতা বলেন, এইসবের পেছনে তৃণমূলের বিক্ষুদ্ধ নেতাকর্মীদের হাত রয়েছে।
যদিও রানিনগরের তৃণমূল নেতা মিজান হাসান বলেন , তৃণমূলের বিক্ষুদ্ধ কেউ নেই। লোকসভার আগে বিজেপিই এই পোস্টার তৈরি করে হাওয়া গরম করতে চাইছে।
জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন বর্তমানে বাম- কংগ্রেস জোটকে বিকল্প হিসেবে মেনে নিয়েছে সাধারণ মানুষ তাই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে জোট বিকল্প হিসেবে উঠে আসছে। কেন্দ্রে কংগ্রেস কে চায় সাধারণ মানুষ। তবে এই পোস্টার কে বা কারা রাতের অন্ধকারে পোস্টার মেরেছে সেটা জানানেই। তবে এসব করে পোস্টার মেরে হাওয়া গরম করতে চাইছে হয় কেও।
রানিনগর ২ ব্লক কংগ্রেস সভানাত্রী মমতাজ বেগম হিরা বলেন, এসবের সঙ্গে যারাই জড়িত থাকনা কেন কংগ্রেসের কেউ জড়িয়ে নেই। তাই কে কোথায় কি পোস্টটা মারলো, তা নিয়ে আমাদের খুব একটা মাথাব্যথা নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct