আপনজন ডেস্ক: ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই) বুধবার বারাণসী জেলা আদালতকে জ্ঞানবাপি মসজিদ প্রাঙ্গণে পরিচালিত বৈজ্ঞানিক সমীক্ষার প্রতিবেদন প্রকাশ চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের ১৯ ডিসেম্বরের আদেশ মেনে বারাণসীর ফাস্ট ট্র্যাক কোর্টের সিভিল জজ আদালতে (সিনিয়র ডিভিশন) রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। বারাণসীর জেলা জজ এ কে বিশ্বেশা বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ ঘোষণা করবেন। সংস্থাটিকে ১৯৯১ সালের জ্ঞানবাপি টাইটেল মামলায় নিম্ন আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এএসআই গত বছরের ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে সমীক্সা রিপোর্ট জমা দিয়েছিল। গত ১৯ ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্ট কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপি জমির মালিকানা সংক্রান্ত ১৯৯১ সালের দেওয়ানি মামলার গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা বেশ কয়েকটি পিটিশন খারিজ করে দেয়। হাইকোর্ট বলেছিল, হিন্দু বাদীদের দায়ের করা এবং বারাণসীর বিচারিক আদালতে বিচারাধীন মালিকানা মামলাগুলি বিবেচনাযোগ্য এবং উপাসনার স্থান আইন -১৯৯১ দ্বারা নিষিদ্ধ নয়। এলাহাবাদ হাইকোর্ট এও নির্দেশ দিয়েছিল, একটি মামলায় পরিচালিত এএসআই জরিপের প্রতিবেদনটি অন্য সম্পর্কিত মামলাগুলির সাথেও জমা দিতে হবে এবং যদি নিম্ন আদালত মনে করে যে কোনও অংশের সমীক্ষা করা প্রয়োজন, তবে আদালত এএসআইকে এটি পরিচালনা করার নির্দেশ দিতে পারে। এএসআইযের আশঙ্কা বারাণসীর নিম্ন আদালতে সমীক্ষা রিপোর্ট জমা দেওয়ার আগে গুজব এবং ভুল তথ্য ছড়ালে চলমান কাজকে প্রভাবিত করতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct