আপনজন ডেস্ক: হিনডেনবার্গের প্রতিবেদনের ভিত্তিতে শেয়ার কারচুপির মামলায় আদানি গোষ্ঠী ও ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি-কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বুধবার সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, সেবির তদন্তে তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না। সেবিকে বাদ দিয়ে বিশেষ তদন্ত দল গঠনেরও প্রশ্ন নেই। সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, তদন্তের ক্ষেত্রে সেবি ‘ঢিলেঢালা’, এমন কোনো কিছু প্রমাণিত হয়নি। মোট ২২টি অভিযোগের মধ্যে তারা ২০টির তদন্ত শেষ করেছে। বাকি দুই তদন্তও তিন মাসের মধ্যে শেষ করা হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানিয়ে দেয়, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। সেভাবে হস্তক্ষেপের ক্ষমতা খুবই সীমিত। সুপ্রিম কোর্ট সেবিকে নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে তাদের সব তদন্ত শেষ করতে হবে। আইনজীবী বিশাল তিওয়ারি, এম এল শর্মা, কংগ্রেস নেতা জয়া ঠাকুর ও অনামিকা জয়সোয়াল এসব মামলা করেছিলেন। রায় ঘোষণার সময় বিচারপতিরা বলেন, হিনডেনবার্গের মতো কোনো সংস্থা কিংবা মিডিয়ার রিপোর্ট পৃথক তদন্তের ভিত্তি হতে পারে না। সরকারি কোনো নিয়ন্ত্রকের ক্ষমতার প্রতি ওই ধরনের প্রশ্ন আস্থাবর্ধকও নয়। ওই ধরনের প্রতিবেদনে দেওয়া তথ্য হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু সেবির তদন্তের প্রতি সন্দেহ করার মতো সুনির্দষ্ট প্রমাণ হিসেবে গণ্য করা যায় না। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বুধবার ‘এক্স’–এ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সত্যমেব জয়তে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct