আজিম শেখ, মল্লারপুর: অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর এক সময় কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিলো বীরভূম জেলা। গরুপাচার মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির পর সিবিআই তৎপরতা আরও বেড়েছিল বীরভূমে। এমন পরিস্থিতিতে জেলায় বেশকিছু টোল আদায়ের কেন্দ্র ভাঙতে শুরু করেছিলো বীরভূম জেলা প্রশাসন। অভিযোগ উঠেছিল ওই সব টোল চালাতেন রাজনৈতিক দলের নেতারা।বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে গোটা বীরভূম জেলা এমন প্রায় ৪০ টির বেশি টোল রয়েছিল। প্রসঙ্গত বীরভূম জেলায় বিভিন্ন বালির ঘাট রয়েছে, বিভিন্ন পাথরের খাদান রয়েছে। এর মধ্যে বেশ কিছু অবৈধ বলেও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এই এলাকা দিয়ে প্রচুর ট্রাক যাতায়াত করে। জেলার সমস্ত অবৈধ টোল বন্ধ হলেও রয়ে গিয়েছে বীরভূম জেলার মল্লারপুর থানার গোয়ালা গ্রামে একটি টোল। যেখানে সমস্ত পাথর বোঝাই লরিতে ১৭০ টাকা দিতে হতো এবং ট্রাকটারে দিতে হতো ৮০ টাকা। বীরভূম জেলা পরিষদের নামে এই টোল ট্যাক্সটিতে রশিদ ছাপিয়ে টাকা তোলা হত দীর্ঘ ১৫ বছর থেকে। যদিও এই টোলটির অর্ডারে লিখা রয়েছে ঠাকুরপোড়া হইতে গনপুর চান্দির মোড়ে রাস্তার টোল। বর্তমানে এই রাস্তাটি মোহাম্মদ বাজার থানা ও রামপুরহাট থানার মধ্যে অবস্থিত। কিন্তু দীর্ঘ ১৫ বছর থেকে কিভাবে চলছে এই মল্লারপুর থানার গোয়ালা গ্রামে এই টোল। মল্লারপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই টোল কেন্দ্রে একটি নোটিশ জারি করলে তারা নোটিশ ধরতে রাজি হননি। অবশেষে তাদের দেওয়ালে নোটিশটি লাগিয়ে দিয়ে চলে যায় পঞ্চায়েতের কর্মীরা। মল্লারপুর ১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবনাথ বাগদি জানান কিছুদিন আগে আমাদের কাছে খবর আসে আমাদের পঞ্চায়েতের অধীনে একটা টোল উঠছে । সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে নোটিশ করা হয় এবং তাদের কাছে জানতে চাওয়া হয় তাদের কি কাগজপত্র আছে সেগুলো দেখানোর জন্য ।কাগজ পাতি পঞ্চায়েত অফিসে দেখার পরে তারা জানতে পারি যে মল্লারপুর পঞ্চায়েতের আন্ডারে কোনরকম এতিয়ার নেই তাদের টোল তোলার। এবং পঞ্চায়েত থেকে টোল ট্যাক্স বন্ধের জন্য নোটিশ করা হয়। সেই নোটিশ নিতে অস্বীকার করে টোল । তার জন্যই আজ এসে দেওয়ালের নোটিশ টাঙ্গিয়ে দিতে বাধ্য হয়। গাড়ির ড্রাইভাররা জানান কিসের টাকা নেওয়া হচ্ছে আমরা জানি না এই শুধু শুনেছি বীরভূম জেলা পরিষদের টোল এটা যার স্লিপ কোন জায়গায় কাউকে দেখাতে হয় না কোন চেকিং হয় না। আমরা টোল দিতে অস্বীকার করলে আমাদের উপর চড়াও হয় তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct