শেখ কামাল উদ্দীন, বারাসত: বছরটা শুরু হয়েছিল হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় দিয়ে। বছরের শুরুতে জানুয়ারি মাসের ৮ ও ৯ তারিখে সুন্দরবনের প্রান্তিক এই কলেজে প্রথমবারের জন্য ন্যাক টিম পরিদর্শন করতে আসেন। প্রথমবার ফলাফল ভালো না হলেও ন্যাকের বিচারে উত্তীর্ণ হয়। আর বছরটি শেষ হয় ‘হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন’এর ফল প্রকাশের মধ্যে দিয়ে। দক্ষিণেশ্বরের ‘হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন’ ন্যাকের বিচারে এ বছর ‘এ+’ গ্রেড পায়। গতবছর এই কলেজ ‘বি++’ গ্রেড পেয়েছিল। কলেজের অধ্যক্ষ ড. সোমা ঘোষ ন্যাকের মূল্যায়ণে এই উত্তরণের জন্য সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ জানান। ‘পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়’ বারাসাতের অধীন একাধিক কলেজ গত বছর ন্যাকের বিচারে ভালো ফলাফল করেছে। তার মধ্যে অন্যতম মধ্যমগ্রামের ‘বিবেকানন্দ কলেজ’। তারাও ২০২৩ সালে দ্বিতীয়বারের জন্য ন্যাকের বিচারে ‘এ+’ গ্রেড পায়। অধ্যক্ষ ড. চন্দন চক্রবর্তী জানান, ‘২০০২ সালে তিনি যখন এই কলেজের অধ্যক্ষ হয়ে আসেন তখন কোনো বিষয়ে অনার্স ছিল না। মাত্র ৩৬৫ জন ছাত্রছাত্রী পড়তেন।’ তাঁদের সম্মিলিত চেষ্টায় ২০২৩ সালে বারোটা বিষয়ে অনার্স, তিনটে করে বিষয়ে রেগুলার এবং ডিসটেন্সে মাস্টার্স পড়ানো হয়। এখন ওই কলেজের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪৫০০ যার মধ্যে ৬০ শতাংশ ছাত্রছাত্রী সংখ্যালঘু পরিবার থেকে আসেন এবং পড়ুয়াদের মধ্যে মোট ৫৫ শতাংশ ছাত্রী। বেলঘরিয়ার ‘ভৈরব গাঙ্গুলী কলেজ’এ গত বছর তৃতীয়বারের জন্য ন্যাকের টিম পরিদর্শনে আসেন। তাদের এবারের গ্রেড ‘এ+’। গতবার ছিল ‘এ’ । অধ্যক্ষ ড. শুভ্রনীল সোম জানান, ‘গত বছর এই বিশ্ববিদ্যালয়ের অধীন যে তিনটি কলেজ ‘এ+’ গ্রেড অর্জন করেছে তাদের মধ্যে ‘ভৈরব গাঙ্গুলী’র সি.জি.পি.এ পয়েন্ট সর্বোচ্চ ৩.৪৭ ।” সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও জানান, নতুন প্রযুক্তির ব্যবহার, ই-গভর্নেন্স, শিক্ষকদের প্রতিনিয়ত গবেষণা, গ্ৰিন ক্যাম্পাস, প্লাস্টিক বর্জিত ক্যাম্পাসের ফলেই তাঁদের এই সাফল্য। দিল্লীর একটি কলেজ থেকে এসে এবারই তাঁর নেতৃত্বে এই সফলতা অর্জন করায় তিনি অত্যন্ত খুশি। পরিচালন সমিতিসহ সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের তিনি এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। সামান্য পয়েন্টের জন্য তাঁদের ‘এ++’ গ্ৰেড হাতছাড়া হওয়ায় অধ্যক্ষের কণ্ঠে কিছুটা আক্ষেপ রয়ে গেছে। নাগেরবাজারের ‘সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন’ এ বছর তৃতীয় পর্বে ন্যাক করলো। অধ্যক্ষ ড. উর্মিলা উকিল জানান, ‘কলেজের আই.কিউ.এ.সির কোঅর্ডিনেটরের সবাইকে মোটিভেট করে চলতে পারার মধ্যেই এবছরের সাফল্যের কারণ নিহিত রয়েছে। গত বছরের ‘বি++’ থেকে এ বছর ‘এ’ গ্রেডে উন্নীত হতে পেরেছে ‘সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন। জেলা সদর বারাসাতের ‘বারাসাত কলেজ’ (পূর্বতন ‘বারাসাত সান্ধ্য কলেজ’) এও গত বছরের অক্টোবরে ন্যাক টিম পরিদর্শন করে। তারা ‘বি’ গ্রেড পায়। অধ্যক্ষ ড. পার্থপ্রতিম দাশগুপ্ত জানান ‘এটি তাঁদের দ্বিতীয় পর্বের ন্যাক পরিদর্শন।
এর আগে ২০০৬ সালে প্রথমবার ন্যাক এই কলেজ পরিদর্শন করেন। সেবারেও তাঁরা ‘বি’ পেয়েছিলন।’ ২০০৬ থেকে ২০২৩ এই দীর্ঘ সময় ন্যাক না হওয়ার কারণ হিসেবে অধ্যক্ষ জানান যে, দীর্ঘদিন প্রিন্সিপাল না থাকা, বহু কাগজপত্র না পাওয়া নিয়মিত ন্যাক পরিদর্শন না করার কারণ। জেলার অন্যতম নবীন কলেজ ‘আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়’ এ বছরই প্রথম ন্যাক করলো এবং প্রথমবারই তাঁরা ন্যাকের বিচারে ‘বি’ গ্রেড অর্জন করে বলে জানান অধ্যক্ষ ড. অনাদি মোহন রায়। এই ফল তাদের আশান্বিত করেছে, ভবিষ্যতে ভালো গ্ৰেড পাওয়ার ক্ষেত্রে। এই জেলার একটি প্রাচীন কলেজ ‘বসিরহাট কলেজ’-এর অধ্যক্ষ ড. অশোক কুমার মন্ডল এই প্রতিবেদককে জানান, ‘এ বছরের শুরুতেই জানুয়ারির ৮ ও ৯ তারিখে প্রথমবারের জন্য ন্যাক টিম তাঁদের কলেজে পরিদর্শনে আসছেন। ভালো ফলের জন্য তাঁরা সবরকম চেষ্টা করে যাচ্ছেন। এই জেলার পি. এন. দাস কলেজে ন্যাক ভিজিট হলেও আরও কিছু ব্যাপারে জিজ্ঞাসা থাকায় তাঁরা পুনরায় জানুয়ারির ১৬ ও ১৭ তারিখে এই কলেজ পরিদর্শনে আসছেন বলে জানান কলেজের অধ্যক্ষ শর্মিলা। ন্যাকের মূল্যায়নে অতীতে এই জেলায় ‘ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ’ ও ‘গোবরডাঙ্গা হিন্দু কলেজ’ বরাবরই ভালো গ্রেড অর্জন করে এসেছে। পরবর্তী মূল্যায়নের জন্য তারা কাজ শুরু করেছেন বলে জানান ওই দুই কলেজের অধ্যক্ষ যথাক্রমে ড. মনোজিৎ রায় ও ড. হরেকৃষ্ণ মন্ডল।
এই বছরের শুরুতেই যাতে ন্যাক টিম তাঁদের কলেজ পরিদর্শন করতে আসেন, সেজন্যে কাগজপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছেন বলে জানান ‘শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’ (পূর্বতন ‘শ্রীচৈতন্য কলেজ অফ কমার্স)এর অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী। ‘পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়’-এর তরফ থেকেও তাদের অধীনস্থ কলেজগুলির ন্যাকের এই সাফল্যের জন্য কলেজগুলিকে অভিনন্দন জানানো হয়। প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের দু’তিনটি কলেজ বাদে সব কলেজে ন্যাক ভিজিট হয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct