এম মেহেদী সানি, বারাসত: সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও অঙ্কন প্রতিযোগিতার সফলদের নিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী । রবিবার বারাসাত পৌরসভার বিদ্যাসাগর অনুষ্ঠান গৃহে সিরাতের প্রধান আবু সিদ্দিক খানের তত্ত্বাবধানে সমস্ত ক্লাস মিলিয়ে সেরা দশের মেধা তালিকায় স্থান পাওয়া ৪২২ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় ৷ সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, প্রত্যেক ক্লাসের প্রথম স্থান অধিকারীকে ১২০০ টাকার চেক, দ্বিতীয় স্থান অধিকারী কে ৮০০ টাকার চেক এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫০০ টাকার চেক সহ সেরা দশে থাকা সমস্ত শিক্ষার্থীদের হাতে বই, মেডেল, মোমেন্ট তুলে দেওয়া হয় ৷ এদিন হাফেজ আবু জাফরের কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ।
এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান, তিনি ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য অনুপ্রেরণিত করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং পরিষেবার কথা তুলে ধরেন ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল কাইয়ুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা বোর্ডের উপসচিব আজিজার রহমান, ড. জাহিদুল সরকার, শিক্ষক আবেদীন হক আদি, শিক্ষক আব্দুল আজিম, বাচিক শিল্পী জেসমিন বন্যা, চিত্র পরিচালক রাজ ব্যানার্জী, লেখক ড. মোস্তফা আব্দুল কাইয়ুম সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct