আমীরুল ইসলাম, বোলপুর: সাতসকালে ঝাঁটা হাতে শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে হাজির বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। পৌষমেলা শেষ। পূর্বপল্লীর মাঠ পরিষ্কার করে বিশ্বভারতীকে ফিরিয়ে দেওয়ার তৎপরতা। যুদ্ধকালীন অবস্থায় চলছে মাঠ পরিষ্কার। পরপর তিন বছর শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে হয়নি পৌষ মেলা। বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম রাজ্য সরকার শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা করেছে। ২৪ থেকে ২৮ এ ডিসেম্বর ৫ দিন হয়েছে পৌষ মেলা। বিশ্বভারতীর সাথে চুক্তি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা করে মাঠ ফিরিয়ে দেবে জেলা প্রশাসন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর পৌরসভার উপ পৌরপতি, কাউন্সিলর, বিশ্বভারতীর ছাত্র কর্মী অধ্যাপক সকলেই মাঠ পরিষ্কারে হাত লাগিয়েছিল। কাজল শেখ জানান, আগামী দিনে এই মাঠেই বসন্ত উৎসব করবে রাজ্য সরকার। সম্পূর্ণ বিশ্বভারতীর সহযোগিতা নিয়ে। পৌষ মেলা শেষ হয়েছে। আমরা মাঠ আগের মত পরিষ্কার করে বিশ্বভারতীকে ফিরিয়ে দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct