নাজমুস সাহাদাত, মোথাবাড়ি: মালদা জেলা পুলিশের উদ্যোগে ও মোথাবাড়ি থানার পরিচালনায় উৎসর্গ প্রকল্পের স্বেচ্ছায় রক্তদান শিবির মোথাবাড়ির সুকান্ত ভবনে। সারা বছর পুলিশ প্রশাসন এর উদ্যোগে এইরকম রক্তদান, চারাগাছ বিতরণ, সেফ ড্রাইভ সেভ লাইফ ছাড়াও বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হয়। এদিনের রক্তদান শিবিরে প্রায় এক শতজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলপথ ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচকের এসডিপিও সম্ভব জৈন, মোথাবাড়ী থানার ওসি হারাধন দেব, মালদা জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ সেখ, বিশিষ্ট সমাজসেবী সামিউল আহমেদ প্রমুখ। এছাড়াও এদিন পুলিশের উদ্যোগে মোথাবাড়ী চৌরঙ্গী মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে হেলমেট বিহীন বাইক চালকদের সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি প্রত্যেককে হেলমেট প্রদান করা হয়।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, এটা খুবই ভালো উদ্যোগ। রক্তদানে মালদা জেলার মধ্যে মোথাবাড়ী এগিয়ে রয়েছে এটা অত্যন্ত গর্বের। আমরা সকল রক্তদাতাদের আন্তরিক শ্রদ্ধা ও স্যালুট জানাই। এছাড়াও আমরা মোথাবাড়ী থানার পরিচালনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করি এবং সকল বাইক চালকদের ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতা করা হয়। তারা যেন বাড়ি থেকে হেলমেট ছাড়া একদম বের না হয়। ]
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct