মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: সেহারাবাজারে লক্ষ মানুষের দোয়া ও কান্নাকাটিতে শেষ হল তিন দিনের পূর্ব বর্ধমান জেলা ইজতেমা । সেহারাবাজার আল মদিনা জামে মসজিদ সংলগ্ন এলাকায় কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে সাফল্য লাভ করে পূর্ব বর্ধমান জেলা তাবলিগী ইজতেমা । বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে কালনা ,কাটোয়া, মন্তেশ্বর ,মঙ্গলকোট, গলসি, গুসকরা ,খণ্ডঘোষ, রায়না ,জামালপুর ,মাধবদিহি সহ জেলার বিভিন্ন প্রান্তে হাজারে হাজারে মানুষ এসে উপস্থিত হয়েছিলেন সেহারাবাজারে । ২৯ শে ডিসেম্বর শুক্রবার জুম্মার দিনে ২৫ থেকে ৩০ হাজার মত মানুষ উপস্থিত হয়ে জুম্মার নামাজ আদায় করেন আল মদিনা জামে মসজিদে । এই ইজতেমার মূল উদ্দেশ্য ছিল মৃত্যুর পর একটা জীবন আছে সেই জীবনকে শান্তিময় করতে হবে । পৃথিবীর বুকে শান্তির আবাসস্থল বানানোর বার্তা দেওয়া হয় । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন ভাই ভাই হয়ে থাকতে পারে। নিজের দেশ মাতৃভূমি যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে ।এই ইজতেমার মূল দায়িত্বে ছিলেন সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক তথা মাদ্রাসা দারুল উলুম এর সম্পাদক হাজী কুতুব উদ্দিন।
পূর্ব বর্ধমানের বিভিন্ন মাদ্রাসা থেকে আলেম ওলামারা এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এক হাজারের বেশি আলেম উলামা মুফতি মোহাদ্দিসিন এই ইজতেমাতে বিশেষ ভূমিকা রাখেন। সেহারাবাজার মাদ্রাসা দারুল উলুম এর শিক্ষক ছাত্ররা এবং রহমানিয়া আল আমিন মিশনের শিক্ষক ছাত্ররা ইজতেমা সাফল্যের জন্য বিশেষ ভূমিকা রাখেন। পূর্ব বর্ধমান জেলার এই ইজতেমায় পশ্চিমবাংলার বিশিষ্ট মুরব্বিরা এসে মানুষের সামনে ঈমান, আমল আখেরাতের বিষয়ে গুরুত্বপূর্ণ বায়ান রাখেন। এখানে এসেছিলেন মগরাহাট হতে মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা জিয়া, আকরা মারকাজ হতে মাস্টার নাজির উদ্দিন সাহেব ,ভাই জামাল উদ্দিন এছাড়া পশ্চিমবাংলার বিভিন্ন জেলার তাবলীগের কাজকে যারা পরিচালনা করেন সেই সমস্ত বিশিষ্ট মুরুব্বীরা এসেছিলেন, সমস্ত ইজতেমাটি পরিচালনা করেন বাংলা ওয়ালি মসজিদ নিজামুদ্দিনের স্বীকৃত পশ্চিমবাংলার সূরা সদস্য এবং ফায়সাল মাওলানা শফি আহমদ সাহেব ভাই পারভেজ আলম সাহেব, ভাই সাদিক সাহেব, ভাই আনিস সাহেব এবং সহযোগিতায় থাকেন বর্ধমান জেলার সুরার ফয়সাল মাওলানা আবুল হাসান সাহেব, মোঃ মহসিন সাহেব, মাস্টার আলাউদ্দিন সাহেব। সমস্ত বিষয়ে পরিপূর্ণ সহযোগিতা করেন জনাব হাজী কুতুব উদ্দিন সাহেব অসুস্থ শরীর নিয়ে সর্বক্ষণ যাতে কি করে মানুষের সার্বিক সুবিধা হয় সেই দিকে পরিপূর্ণ লক্ষ্য রেখে মানুষের খেদমত করে গেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct