আপনজন ডেস্ক: দুঃস্বপ্নের মতো কাটানো বছরের শেষটাও চরম হতাশাজনক হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপিয়ান আসরের শিরোপা জয়ের স্বপ্ন আগেই বিলীন হয়ে গেছে রেড ডেভিলদের। ঘরোয়া আসরেও বড্ড বিবর্ণ এরিক টেন হাগের দল। একের পর এক হোঁচটে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়েও প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলোর চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ক্লাবটি।
বছরের শেষ ম্যাচেও হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। নটিংহাম ফরেস্টের মাঠে ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। প্রায় তিন দশক পর ফরেস্টের কাছে লিগ ম্যাচ হারল তারা। এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউকে হারিয়েছিল নটিংহাম ফরেস্ট।
সর্বশেষ এই হারের পর ৩১ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ নম্বরে আছে ম্যানইউ। চলতি মৌসুমে লিগে ২০ ম্যাচ খেলে ১০ জয়ের বিপরীতে হেরেছে তারা ৯টি। ১৯৮৯-৯০ সালের পর লিগে ২০ ম্যাচ পর এটাই তাদের সবচেয়ে বাজে ফল। সর্বশেষ হারের পর সেরা চারের লড়াই থেকেও ৯ পয়েন্ট পেছনে তারা।
আর শীর্ষে থাকা লিভারপুরের চেয়ে তারা পিছিয়ে ১১ পয়েন্ট।
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ ৬ ম্যাচে ইউনাইটেডের এটা চতুর্থ হার। ফরেস্টের মাঠে ৬৪ মিনিটে পিছিয়ে পড়ার ১৪ মিনিট পর মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফিরেছিল ইউনাইটেড। তবে ৮২ মিনিটে আবার পিছিয়ে পড়ে তারা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি।
নটিংহাম ফরেস্টের কাছে হেরে মর্মাহত ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ, ‘এটা হতাশার। হারটি অপ্রয়োজনীয়। প্রথমার্ধে আমরা হেরে গেছি। আমরা যথেষ্ট শক্তি ব্যয় করিনি।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা ১৪টি ম্যাচ হেরেছে। নতুন বছরে যাওয়ার আগে এর চেয়ে বেশি ম্যাচ তারা হেরেছিল ১৯৩০-৩১ মৌসুমে। ২০২৩ সালে সব মিলিয়ে ২১টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের বর্ণিল ইতিহাসে এর আগে এক বছরে এর চেয়ে বেশি ম্যাচ হারের নজির আছে তাদের আর মোটে তিনটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct