সজিবুল ইসলাম, ডোমকল: মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়ার কুমারপুর নেসারুদ্দিন হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল বাম- কংগ্রেস জোট । রবিবার ওই ভোটে ছয় শূন্য ভোটে জয়লাভ করল বাম কংগ্রেস জোট। দীর্ঘ টালবাহানার পর হাইকোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বরের মধ্যে পরিচালন কমিটির নির্বাচন সম্পূর্ণ করতে বলা হয়। রবিবার ছিল পরিচালন কমিটির ভোট গ্রহণ। কড়া পুলিসি নিরাপত্তায় এদিন সম্পূর্ন হল পরিচালন কমিটির নির্বাচন।
১৯৬৯ সালে সাগরপাড়ার নটিয়ালে ওই মাদ্রাসাটি স্থাপিত হয়। এরপরে ২০১১ সালের নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কোর্টের দারোস্ত হয়েছিল সিপিএম। এরপরে আদালতের নির্দেশে স্কুল পরিচালনার জন্য অ্যাডমিনিস্ট্রেটারকে দায়িত্ব দেওয়া হয়। এরপরে ২০২৩ এর নভেম্বরে ভোট করানোর জন্য হাইকোর্টে মামলা হয়। এরপরেই ৩১শে ডিসেম্বরের মধ্যে পরিচালন কমিটির নির্বাচনের নির্দেশ দেয় আদালত। রবিবার সকাল ন’টা থেকে চারটা পর্যন্ত ভোট হয়। মোট ১৪৮১ জন ভোটারের মধ্যে ৮৭৩ জন এদিন ভোট দেয়। এরপরে পাঁচটায় গণনা শুরু হয়। সন্ধ্যা সাততা নাগাদ ফলপ্রকাশ হয়,শেষে জয়লাভ করে জোট প্রার্থীরা ।
এবিষয়ে জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এই জয় গনতন্ত্রের জয়। তৃণমূল প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেকবার নির্বাচন আটকানোর চেষ্টা করেছে। তারপরেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে ভোটদানেই জয়লাভ করল জোট। আমরা সার্বিকভাবে স্কুলের উন্নতির সর্বচেস্টা করবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct